Holy Tune presents Islamic Song : ময়ের সেরা দেশের গজল । Amar Bangladesh । আমার বাংলাদেশ । Kalarab । Holy Tune । Bangla Song
Song: Amar Bangladesh
Singer: Sayed Ahmad, Muhammad Badruzzaman, Abu Rayhan, Yasin Hayder, Ahmod Abdullah & Othears
Lyric: Alomgir Hossain
Tune: Muhammad Badruzzaman
Record Label: Holy Tune Studio
Sound Design: Tanjim Reza
VFX: Nure Alam
D.O.P: M H Nirob
Video Director: Abu Bakar Siddik
Lyrics
এই অবারিত সবুজের মাঠে মাঠে
রোদেলা দুপুর বেলা উদাস হাওয়া
ফুলে ফুলে পাখিদের শুনি কলতান
আঁকাবাঁকা মেঠো পথে হারিয়ে যাওয়া
এই অবারিত সবুজের মাঠে মাঠে
রোদেলা দুপুর বেলা উদাস হাওয়া
ফুলে ফুলে পাখিদের শুনি কলতান
আঁকাবাঁকা মেঠো পথে হারিয়ে যাওয়া
চিরচেনা পরিবেশ, এ আমার বাংলাদেশ
এ আমার বাংলাদেশ, এ আমার বাংলাদেশ
এ আমার বাংলাদেশ
সাগরের তীর জুড়ে সুন্দরবন
পাহাড়ের বুকে আছে চায়ের বাগান
পদ্মার সুস্বাদু রূপালি ইলিশ
খাল-বিল, পুকুরেও মাছ অফুরান
সাগরের তীর জুড়ে সুন্দরবন
পাহাড়ের বুকে আছে চায়ের বাগান
পদ্মার সুস্বাদু রূপালি ইলিশ
খাল-বিল, পুকুরেও মাছ অফুরান
প্রাণে প্রাণে ভালোবাসা অনিমেষ
এ আমার বাংলাদেশ, এ আমার বাংলাদেশ
এ আমার বাংলাদেশ
আম, জাম, লিচু, আর সিজনালি ফল
বছর জুড়েই থাকে নানান রকম
তাল, তরমুজ, আর পেয়ারা, কাঁঠাল
মাঠ-ঘাট, বাজারেও মেলে হরদম
আম, জাম, লিচু, আর সিজনালি ফল
বছর জুড়েই থাকে নানান রকম
তাল, তরমুজ, আর পেয়ারা, কাঁঠাল
মাঠ-ঘাট, বাজারেও মেলে হরদম
গাউস কুতুব আর ওলি-আউলিয়া
সমাহিত যারা এই মাটির ভিতর
শান্তির বাণী যারা করেছে প্রচার
ধন্য করেছে এই দেশের শিকড়
সংগ্রামী মানুষের গৌরবের এই দেশ
এ আমার বাংলাদেশ, এ আমার বাংলাদেশ
এ আমার বাংলাদেশ, এ আমার বাংলাদেশ
এ আমার বাংলাদেশ
আপনার মতামত লিখুন