মধুময় কণ্ঠে কান্না আসার মত গজল । Jahannamer Agun Mabud । জাহান্নামের আগুন সইতে পারবনা
Song : Jahannamer Agun Soite Parbona
Singer : Fahim Al Hasan
Lyric & Tune : Abul Kalam Azad
Record Label : Holy Tune Studio
Sound Design : Khizir Muhammad
Video Edit : Abu Bakar Siddik
Mentor : Sayed Ahmad & Muhammad Badruzzaman
"জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না
দোযখের আগুন মাবুদ সইতে পারবো না...
দুনিয়াতে নিও না কান্দায়, আখিরেও কান্দায়ও না।।
আযরাঈল যেদিন ধরা দিবে, কোন ওজর না চলিবে
প্রাণ পাখি উড়েই যাবে, হ্রদয় পাখি উড়েই যাবে
রাখতে পারবে না।। ঐ
মুনকির-নকীর ফেরিশতা এসে সওয়াল করবে পাশে বসে
সঠিক জবাব না পাইলে উপায় থাকবে না।। ঐ
রোজ হাশরের ময়দানেতে, আরশের নিচে ছায়া পেতে
তোমার প্রেমের প্রেমিক হতে, হলাম দিওয়ানা।। ঐ
এই দুনিয়ার নেকী-বদি করছ যাহা নিরবধি
মিজানেতে ওজন দিয়ে করবে ফয়সালা।। ঐ
মাবূদ রহমতের কোলে তুলিয়া, পুলসিরাতে নিয়ো তাড়াইয়া
তোমার দিদার সর্বশেষে করি কামনা।।" ঐ