আছে কিছু মানুষ - Ache Kichu Manus (Baby Najnin)
Title : Ache Kichu Manus
Artist : Baby Najnin
Lyrics : SM Nazrul
Camera : Asad Madani
Audio & Video Editing : Baby Najnin
Released : BN Official
Song Lyrics :
আছে কিছু মানুষ এই সমাজের মাঝে
নিজেকে না দেখে অন্যের ভুল খোঁজে
লম্বা চওড়া করে যায় ফতুয়া মেরে
যেন বড় পন্ডিত একাই সে আছে রে
হাদিস কোরআন পড়ে যারা আলেম হয়ে এলো ভাই
রিক্সাওয়ালা বিড়িওয়ালা এদের ভুল ধরে বেড়ায়
চা দোকান হাট বাজারে হাদিস কোরআন বায়ান করে
মুর্খ তাই শুনে নেয় বিচার বোধ না করে
নকলেতে গেছে ভরে আসল চেনার উপায় নাই
সত্য বললে মিথ্যা ভাবে মগজ এমন করে ধোলাই
যাদের মধুর কথায় আল্লাহ রাসুল চিনেছি
তাদের করে বাতিল শয়তান হয়েছি
নজরুল বলে শেষ জামানায় ইমান রাখা বড় দায়
নবী নেই যে অন্তরে তার কোনো কথার মূল্য নাই
আল্লাহকে ভয় করো গীবত তুমি ছাড়ো
নাও গো তৌবা করে পথে এসো ফিরে