এ মন যেতে চায় | Baby Najnin | মদিনা নিয়ে সেরা গজল | New Islamic Gojol
Title : A Mon Jete Chai
Artist : Baby Najnin
Lyrics : SM Nazrul
Camera : Asad Madani
Audio & Video Editing : Baby Najnin
Released : BN Official
Song Lyrics :
এ মন যেতে চায় ঐ সোনার মদিনায়
যেখানে ঘুমায় মোর নবী দয়াময়
সুখ শান্তির যেথা ঝড় বয়ে যায়
আমি যাবো সেথায় গো
আরবের কবি যারা সকলেই দিশেহারা
বলে তারা জোড়া এর নাই দুনিয়ায়
নতুন নতুন কথা এমন ছন্দ মিলিয়ে বলে কেমন
শোনে দারুন সকলের মন ভরে যায়
কবিদের কবি বিশ্ব নবী যা বলে সবি তাই হয়ে যায়
জগত জোড়া এমন হীরা পাওয়া নাহি যায়
মদিনার ওলি গলি সে পথের ধূলাবালি
সবার মুখে একই বুলি যায় শোনা যায়
গুটিগুটি পায়ে এমন নবী হেঁটে যেত যখন
ফেরেস্তা ঐ নেমে তখন দরুদ পড়ে যায়
মারহাবা দেয় সারা মদিনায়
গগন পবনে ভেসে যায়
দুলে দুলে তাই সকলে সালাম জানায়
জানা আছে দুনিয়াতে সবি আছে মদিনাতে
নবীজির গোলামিতে সবি পাওয়া যায়
নবীকে যে বাসে ভালো অন্তরখানা হয়রে আলো
বুঝবে তখন মন্দ ভালো প্রেমেরি শিখায়
এস এম নজরুল হল আনমূল
সৃষ্টি সেরা পেল রাসুল
ভয় না করে রোজ হাশরে বিচার বেলায়