Holy Tune presents Islamic Song : সুমধুর মরমি গজল । Apon Tumi Vable Jare । আপন তুমি ভাবলে যারে । Nazrul Islam Kalarab
Song : Apon Tumi vable jare
Singer : Nazrul Islam
Lyric : Jafor Ahmad Rabi
Tune : Sayed Ahmad
Record Label : Holy Tune Studio
Sound Design : Mahfuzul Alam
Video Director : Tawhid Jamil
বন্ধু নাইরে, স্বজন নাইরে
বন্ধু নাইরে, স্বজন নাইরে
আপন তুমি ভাবলে যাদের
সারাজনম ভর (২)
কেউ যাবেনা তোমার সাথে
হয়ে যাবে পর (২)
কতজনা আছে তোমার প্রাণেরও আপন
কত ভালোবাসো তুমি তোমার বাছাধন (২)
সবাই তোমায় ভুলে যাবে (২)
হয়ে সবাই পর..
কেউ যাবেনা তোমার সাথে....
আপন তুমি ভাবলে যাদের..
হাসি গানে কাটাও সময় কাটাও কত বেলা
সব কিছু হারিয়ে তুমি থাকবে যে একেলা (২)
বন্ধু নাইরে স্বজন নাইরে(২)
গহীন আঁধার ঘর...
কেউ যাবেনা তোমার সাথে...
আপন তুমি ভাবলে যাদের...