Holy Tune presents Islamic Song : নতুন ইসলামী গজল । Quraner Alo । কুরআনের আলো । Ahnaf Khalid & Fazle Elahi Sakib ।Bangla Islamic Song
Song : Quraner Alo
Singer : Ahnaf Khalid & Fazle Elahi Sakib
Lyric : Khairul Islam
Tune : Sayed Bin Shafiq
Record Label : Holy Tune Studio
Video Director : Abu Bakar Siddik
Lyric
কুরআনের আলো থেকে যারা দূরে রয়
জীবনের বাঁকে বাঁকে নামে পরা জয় (২ বার)
পায়নাতো কখনো সে হেদায়াত জটি
অমানিসা দেখে আনে জীবনের ক্ষয়
কুরআনের আলো থেকে যারা দূরে রয়
জীবনের বাঁকে বাঁকে নামে পরা জয় (২ বার)
অনোচিত মতো বেট কোনো করি চলো
কালিমার সুধানি হক কথা বলো (২ বার)
গোমরাহীতে ছেড়ে আল্লাহ্ কে খুজে (২ বার)
মনে প্রাণে রবে নাতো কোনো সংশয় (২ বার)
কুরআনের আলো থেকে যারা দূরে রয়
জীবনের বাঁকে বাঁকে নামে পরা জয় (২ বার)
পৃথিবীটা ভরে গেলে কুরআনের নূরে
ওচু নীচু ব্যবধান সরে যাবে দূরে (২ বার)
বানোয়াট নিয়মে হলে অবসান (২ বার)
মানুষের প্রাণ হবে মহা পৃতিময় (২ বার)
কুরআনের আলো থেকে যারা দূরে রয়
জীবনের বাঁকে বাঁকে নামে পরা জয়
পায়নাতো কখনো হেদায়াত জতি
অনামিসা ডেকে আনে জীবনের ক্ষয় (৩ বার)