
এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাটে ‘জয় শ্রীরাম’ না বলায় তিন হাফেজ কুরআন কিশোরের ওপর হামলা করে রক্তাক্ত করেছে উগ্র হিন্দুত্ববাদীরা।
গত ১ আগস্ট গুজরাটের পঞ্চমহল জেলার গোধরায় এ ঘটনা ঘটে।আহতরা হলেন, হাফেজ সামির, হাফেজ সোহেল ও সালমান।
আহত হাফেজ সামির জানায়, রাত ১১টার সময় তারা তিন বন্ধু মিলে চা খেতে যায়। এসময় ৭ জনের একটি দল তাদের ঘিরে ধরে জয় শ্রীরাম বলতে বাধ্য করে। তারা বলতে অস্বীকৃতি জানালে উগ্র হিন্দুত্ববাদীরা তাদের ওপর হামলা চালায়। এতে তাদের তিনজনই গুরুতর আহত হয়।
পড়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় একটি সরকারী হাসপাতালে ভর্তি করায়।