সৌদি আরবে পারফর্ম করতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের র্যাপ সঙ্গীত শিল্পি নিকি মিনাজ। আগামী ১৮ জুলাই জেদ্দার পশ্চিমাঞ্চলে হবে এই কনসার্ট। জেদ্দায় চলমান কালচারাল ফ্যাস্টিভাল উপলক্ষে্্য আয়োজন করা হচ্ছে এই কনসার্টের।
সৌদি আরবে বিনোদনের ওপর থেকে কড়াকড়ি তুলে নেয়া আর শিল্প খাতের প্রসারের সর্বশেষ উদাহরণ এই কনসার্ট।
সংবাদমাধ্যম গার্ডিয়ানের খবরে বলা হয়, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এই দিন বদলের ধারায় এবার দেশটির জেদ্দা শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি আন্তর্জাতিকমানের কনসার্ট। আর সেখানে নাকি প্রধান গায়ক হিসেবে থাকবেন মার্কিন র্যাপার নিকি মিনাজ।
খোলামেলা পোশাক এবং যৌন বক্তব্য সংবলিত গানের কারণে নিকি মিনাজের বিশেষভাবে পরিচিত রয়েছে।
তবে কনসার্টটিতে মদ নিষিদ্ধ থাকবে। এছাড়া নারীদের পরিধান করতে হবে আবায়া ।
তবে এ নিয়ে শুরু হচ্ছে বেশ কড়া সমালোচনা। উল্লেখ্য মোহাম্মদ বিন সালমান যুবরাজ হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকেই সৌদি আরবে কিছু সংস্কারের উদ্যোগ নেন। যেখানে প্রেক্ষাগৃহে সিনেমা প্রদর্শনের অনুমতি দেয়া হয়।