মসজিদে হামলাকারী ব্যাক্তি নিজেকে নির্দোষ দাবি করলেন
ফাইল ফটো

গত ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে জুমার নামাজ চলার সময় শ্বেতাঙ্গ সন্ত্রাসীর গুলিতে পাঁচজন বাংলাদেশিসহ ৫০ জন মুসলমান নিহত হন। ঘটনায় আরও অনেকেই আহত হন।  নিউজিল্যান্ডের হাইকোর্টে নিজেকে নির্দোষ দাবি করেছেন ক্রাইস্টচার্চে মসজিদে হামলাকারী ব্রান্টন ট্যারেন্ট। আজ শুক্রবার সকালে কারাগার থেকে ভিডিও লিঙ্কের মাধ্যমে হাজিরা দেওয়ার সময় তিনি দাবি করেন। একইসঙ্গে ২০২০ সালের মে হামলাকারীর বিরুদ্ধে রায় দেওয়া হবে বলে জানিয়েছেন বিচারপতি



আজ হামলা থেকে বেঁচে যাওয়াদের কয়েকজন এবং নিহতদের স্বজনেরা শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন। ট্যারেন্টের আইনজীবী যখন নিজেকে নির্দোষ দাবী করে তার মক্কেলের দেওয়া বিবৃতি পড়ে শোনান, আদালতে তখন ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই কেঁদে ওঠেন


নিউজিল্যান্ডভিত্তিক সংবাদমাধ্যম দ্য হেরাল্ড জানিয়েছে, শুক্রবার শুনানিতে বিচারপতি ক্যামেরন ম্যান্ডার বলেন, ট্যারান্টের বিরুদ্ধে আনা সব অভিযোগ প্রমাণিত নাও হতে পারে। চূড়ান্ত রায় না আসা পর্যন্ত হামলাকারী থাকবেন পুলিশি হেফাজতে। তবে আগামী ১৬ আগস্ট মামলাটির রিভিউ পিটিশন শুনবেন বিচারপতি

মক্কার ইমাম গ্রেফতার
প্রায়াই বাবাকে মারধর করতেন প্রদীপ, স্ত্রী বললেন, এমন কোনও অন্যায় নয়
থানায় তরুণীকে ধর্ষণ করল পুলিশ!
সাগরে ভাসমান ৭০ জনের মধ্যে ৬৪ বাংলাদেশি, নিতে চাচ্ছে না কেউ
চুরির দায়ে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় ব্যবসায়ী গ্রেফতার
পশ্চিমবঙ্গের সবথেকে ধনী ব্যক্তি-The richest man in West Bengal
ভারতের জাতীয় উদ্যান তালিকা-List Of National Parks Of India
কলকাতার বিখ্যাত হাসপাতাল-Famous hospital in Kolkata
বিটিএস | BTS Boy Band
বিটিএস আর্মি - BTS Army