
ভারতের গুজরাট রাজ্যে এক যুবককে গরুকে ধর্ষনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে।গরুর মালিক গোবর দেশাই বলেন তার চারটি গরু রয়েছে। আহমেদাবাদের বিমানবন্দরের কার্গো কমপ্লেক্স মাঠে প্রতিদিন সকালে গরু ছেড়ে দিয়ে আসেন তিনি। বিকেলের দিকে গিয়ে নিয়ে আসেন গোয়ালে।
দু’দিন আগে মাঠে গরু আনতে গিয়ে পাঁচ মাস বয়সী একটি গরু না পেয়ে খুঁজতে শুরু করেন দেশাই। পরে দেখতে পান একটি ঘরের পেছনে গরুটিকে বসিয়ে ধর্ষণ করছে ওই যুবক। পরে আহমেদাবাদ পুলিশে খবর দেয়া হয়। পুলিশ এসে লালু পাটনি (২২) নামে যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।