বন্ধুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছিলেন এক তরুণী। পরে সেই অভিযোগ তুলতে থানায় যান তিনি। সেখানে পুলিশের এক কর্মকর্তার কাছে তিনি ধর্ষণের শিকার হন বলে অভিযোগ তুলেছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, গত বুধবার কোঙ্গন থানায় উপপরিদর্শক (এসআই) রোহন গোঞ্জারির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছেন ওই তরুণী। পুলিশের এসআই রোহন গোঞ্জারি ভারতের মহারাষ্ট্রের ঠানের কোঙ্গন থানায় কর্মরত। ওই তরুণীর দাবি, তার বন্ধুকে ছেড়ে দেওয়ার কথা বলে পুলিশের ওই এসআই রাজনোলি বাইপাসের ধারে তাকে ডেকেছিলেন। সেখানে দেখা করার পর তরুণীকে কল্যাণের একটি গেস্ট হাউসে নিয়ে গিয়ে ধর্ষণ করেন।
গত বুধবার কোঙ্গন থানায় ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬(ধর্ষণ) এবং ৫০৬(অপরাধমূলক উদ্দেশ্য) ধারায় মামলা দায়ের হয়েছে। তবে এখনো পুলিশের ওই কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়নি।