ভারতের জাতীয় উদ্যান তালিকা-List Of National Parks Of India
List Of National Parks Of India

List Of National Parks Of India 

ভারতের জাতীয় উদ্যান তালিকা

ভারতের জাতীয় উদ্যান সংখ্যায় ১০৪টি। ভারতের প্রথম জাতীয় উদ্যান হল ১৯৩৫ সালে স্থাপিত হাইলে জাতীয় উদ্যান, যেটি পরে জিম করবেট জাতীয় উদ্যান নামে অভিহিত হয়। এই উদ্যানগুলি দর্শকদের সাথে জনপ্রিয়, এবং বিভিন্ন প্রজাতির উদ্ভিদ ও প্রাণকীর্তি প্রদান করে।

জাতীয় উদ্যান হলো এমন স্বাভাবিক বা মনুষ্যনির্মিত বনাঞ্চল, যেখানে বন্যপ্রাণীদের নিরাপত্তা নিশ্চিত করা হয় এবং তাদের প্রজনন ও আবাস নিরাপদ রাখতে শিকারিদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়।সাধারণত বন্যপ্রাণীদের নিরাপদ পরিবেশ, তাদের স্বাভাবিক কিংবা বর্ধিত প্রজনন পরিবেশ, বন্যপ্রাণীর স্বাভাবিক সংখ্যা এবং বৃক্ষরাজি কিংবা ঔষধি বৃক্ষরাজির নিরাপদ সংরক্ষণ নিশ্চিত করতে সরকার কিংবা নির্বাহী কর্তৃপক্ষ কর্তৃক কোনো এলাকায় প্রাকৃতিকভাবে গড়ে ওঠা বনাঞ্চলকে অভয়ারণ্য ঘোষণা করা হয়।

২০০৭ সালের এপ্রিল মাসের হিসেব অনুযায়ী, দেশে ৯৬টি জাতীয় উদ্যান আছে। জাতীয় উদ্যানগুলি মোট ৪০,৫০১.১৩ বর্গকিলোমিটার এলাকা জুড়ে অবস্থান করছে; যা দেশের সামগ্রিক আয়তনের ১.২৩%। দেশে ১৬৬টি উদ্যানকে জাতীয় উদ্যানের মর্যাদা দানের প্রক্রিয়া চলছে। এই ব্যাপারে পরিকল্পনা গ্রহণের কাজও এগোচ্ছে। নিচে দেশের বর্তমান জাতীয় উদ্যান ও সংশ্লিষ্ট রাজ্য ও অঞ্চলের তালিকা দেওয়া হল।

ভারতের জাতীয় উদ্যানের তালিকা

জাতীয় উদ্যান
রাজ্য
বক্সা জাতীয় উদ্যান
পশ্চিমবঙ্গ
গোরুমারা জাতীয় উদ্যান
পশ্চিমবঙ্গ
জলদাপাড়া জাতীয় উদ্যান
পশ্চিমবঙ্গ
নেওরা উপত্যকা জাতীয় উদ্যান
পশ্চিমবঙ্গ
সিঙ্গলীলা জাতীয় উদ্যান
পশ্চিমবঙ্গ
সুন্দরবন জাতীয় উদ্যান
পশ্চিমবঙ্গ
বাল্মীকি জাতীয় উদ্যান
বিহার
ভিতরকণিকা জাতীয় উদ্যান
ওড়িশা
সিমলিপাল জাতীয় উদ্যান
ওড়িশা
কাজিরাঙা জাতীয় উদ্যান
অসম
মানস জাতীয় উদ্যান
অসম
নামেরি জাতীয় উদ্যান
অসম
ওরাং জাতীয় উদ্যান
অসম
ডিব্রু-শইখোয়া জাতীয় উদ্যান
অসম
জিম করবেট জাতীয় উদ্যান
উত্তরাখন্ড
গঙ্গোত্রী জাতীয় উদ্যান
উত্তরাখন্ড
নন্দাদেবী জাতীয় উদ্যান
উত্তরাখন্ড
রাজাজি জাতীয় উদ্যান
উত্তরাখন্ড
পুষ্প উপত্যকা জাতীয় উদ্যান
উত্তরাখন্ড
বেতলা জাতীয় উদ্যান
ঝাড়খন্ড
হাজারিবাগ জাতীয় উদ্যান
ঝাড়খন্ড
কিশতুর জাতীয় উদ্যান
জম্মু ও কাশ্মীর
সেলিম আলি জাতীয় উদ্যান
জম্মু ও কাশ্মীর
দাচিগাম জাতীয় উদ্যান
জম্মু ও কাশ্মীর
কিস্তোয়ার জাতীয় উদ্যান
জম্মু ও কাশ্মীর
কুদ্রেমুখ জাতীয় উদ্যান
কর্ণাটক
বন্দীপুর জাতীয় উদ্যান
কর্ণাটক
ব্যানারঘাটা জাতীয় উদ্যান
কর্ণাটক
অনশী জাতীয় উদ্যান
কর্ণাটক
নাগারহোল জাতীয় উদ্যান
কর্ণাটক
পাপিকোন্ডা জাতীয় উদ্যান
অন্ধ্রপ্রদেশ
শ্রী ভেঙ্কটেশ্বর জাতীয় উদ্যানঅন্ধ্রপ্রদেশ
রাজীব গান্ধী জাতীয় উদ্যান
অন্ধ্রপ্রদেশ
ইন্দ্রাবতী জাতীয় উদ্যান
ছত্তিশগড়
কামারঘাটী জাতীয় উদ্যানছত্তিশগড়
সঞ্জয় জাতীয় উদ্যান
ছত্তিশগড়
হেমিস জাতীয় উদ্যান
লাদাখ
কালেসার জাতীয় উদ্যানহরিয়ানা
সুলতানপুর জাতীয় উদ্যান
হরিয়ানা
গ্রেট হিমালয়ান জাতীয় উদ্যান
হিমাচল প্রদেশ
ইন্দরকিলা জাতীয় উদ্যান
হিমাচল প্রদেশ
খীরগঙ্গা জাতীয় উদ্যান
হিমাচল প্রদেশ
পিন ভেলি জাতীয় উদ্যান
হিমাচল প্রদেশ
সিম্বালবারা জাতীয় উদ্যান
হিমাচল প্রদেশ
কানহা জাতীয় উদ্যান
মধ্যপ্রদেশ
মাধব জাতীয় উদ্যান
মধ্যপ্রদেশ
সাতপুরা জাতীয় উদ্যান
মধ্যপ্রদেশ
বান্ধবগড় জাতীয় উদ্যান
মধ্যপ্রদেশ
বন বিহার জাতীয় উদ্যান
মধ্যপ্রদেশ
পান্না জাতীয় উদ্যান
মধ্যপ্রদেশ
পেঁচ জাতীয় উদ্যান
মধ্যপ্রদেশ
এরাভিকুলাম জাতীয় উদ্যান
কেরালা
পেরিয়ার জাতীয় উদ্যান
কেরালা
মথিকেটান শোলা জাতীয় উদ্যান
কেরালা
সাইলেন্ট ভেলি জাতীয় উদ্যান
কেরালা
নকরেক জাতীয় উদ্যান
মেঘালয়
বলপাখরাম জাতীয় উদ্যান
মেঘালয়
কেইবুল লামজাও জাতীয় উদ্যান
মণিপুর
সিরোহি জাতীয় উদ্যান
মণিপুর
মুরলেন জাতীয় উদ্যান
মিজোরাম
ফঙপুই ব্লু মাউন্টেইন জাতীয় উদ্যান
মহারাষ্ট্র
সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যান
মহারাষ্ট্র
চান্দোলী জাতীয় উদ্যান
মহারাষ্ট্র
গুগামাল জাতীয় উদ্যান
মহারাষ্ট্র
নাভেগাঁও জাতীয় উদ্যান
মহারাষ্ট্র
মুকুন্দ্র হিলস জাতীয় উদ্যান
রাজস্থান
রণথম্বোর জাতীয় উদ্যান
রাজস্থান
কেওলাদেও জাতীয় উদ্যান
রাজস্থান
মরুভূমি জাতীয় উদ্যান
রাজস্থান
দুধওয়া জাতীয় উদ্যান
উত্তরপ্রদেশ
কাঞ্চনঞ্জঙ্ঘা জাতীয় উদ্যান
সিকিম
মুদুমালাই জাতীয় উদ্যান
তামিলনাডু
মুকুর্থি জাতীয় উদ্যান
তামিলনাডু
গুইন্ডি জাতীয় উদ্যান
তামিলনাডু
মান্নার উপসাগর সামুদ্রিক জাতীয় উদ্যান
তামিলনাডু
কাসু ব্রহ্মানন্দ রেড্ডি জাতীয় উদ্যান
তেলেঙ্গানা
মহাবীর হরিণা বনস্থলী জাতীয় উদ্যান
তেলেঙ্গানা
মৃগবনি জাতীয় উদ্যান
তেলেঙ্গানা
ক্লাউডেড লেপার্ড ন্যাশনাল পার্ক
ত্রিপুরা
বাইসন জাতীয় উদ্যান
ত্রিপুরা
ক্যাম্বল বে জাতীয় উদ্যান
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
মহাত্মা গান্ধী সামুদ্রিক জাতীয় উদ্যান
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
মাউন্ট হ্যারিয়েট জাতীয় উদ্যান
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
গ্যালাথি জাতীয় উদ্যান
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
নর্থ বাটন আইল্যান্ড জাতীয় উদ্যান
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
সাউথ বাটন আইল্যান্ড ন্যাশনাল পার্ক
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
মৌলিং জাতীয় উদ্যান
অরুনাচল প্রদেশ
নামধাপা জাতীয় উদ্যান
অরুনাচল প্রদেশ
মোল্লেম জাতীয় উদ্যান
গোয়া
বাঁশদা জাতীয় উদ্যান
গুজরাট
ব্ল্যাকবাক জাতীয় উদ্যান
গুজরাট
গির অরণ্য জাতীয় উদ্যান
গুজরাট
মেরিন ন্যাশনাল পার্ক
গুজরাট
প্রায়াই বাবাকে মারধর করতেন প্রদীপ, স্ত্রী বললেন, এমন কোনও অন্যায় নয়
বিশ্বের ধনী দেশের শীর্ষ ১০ তালিকা
কালো টাকা গেল কোথায়?
যত দিন থাকবে সুন্দরী নারী ধর্ষণ চলবে : রুদ্রিগো দুতের্তে
রবিন জ্যাকম্যান ইংল্যান্ডের প্রাক্তন বোলার এবং ক্রিকেট ভাষ্যকার মারা গেলেন।
কলকাতার বিখ্যাত হাসপাতাল-Famous hospital in Kolkata
বিটিএস | BTS Boy Band
পশ্চিমবঙ্গের সবথেকে ধনী ব্যক্তি-The richest man in West Bengal
গরুকে ধর্ষণ,যুবক গ্রেফতার
কর্তব্যরত চিকিৎসককে ঘুসি, অভিযুক্ত থানার ওসি