এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকা-List of the best universities in Asia
List of the best universities in Asia

এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকা-List of the best universities in Asia

এশিয়ার সেরা ১০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় শুধুমাত্র চীনেরই রয়েছে ০৫টি বিশ্ববিদ্যালয়। এছাড়াও এ তালিকায় সিঙ্গাপুর ও হংকং এর রয়েছে ০২টি করে বিশ্ববিদ্যালয় এবং মালয়েশিয়ার রয়েছে ০১টি বিশ্ববিদ্যালয়। তবে চীনের ০৫টি বিশ্ববিদ্যালয় এশিয়ার সেরা ১০ এ অবস্থান করলেও ১ম স্থান চীনের কোন বিশ্ববিদ্যালয় দখল করতে পারেনি। ১ম স্থানে রয়েছে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর বিশ্ববিদ্যালয়।

১.সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর

ওয়ার্ল্ড র‍্যাংকঃ ১১

এশিয়া র‍্যাংকঃ ০১

ধরনঃ স্বায়ত্তশাসিত

আন্তর্জাতিক শিক্ষার্থীঃ ৭, ২৭৩

মোট শিক্ষার্থীঃ ৩৫, ৯০৮ (২০১৮)

স্নাতকঃ ২৭, ৬০৪

স্নাতকোত্তরঃ ৮, ৩০৪

প্রতিষ্ঠিতঃ ১৯০৫ সাল

স্থানঃ সিঙ্গাপুর

যোগাযোগঃ alumnihelpdesk@nus.edu.sg

ওয়েবসাইটঃ http://www.nus.edu.sg

এশিয়ার সেরা এই বিশ্ববিদ্যালয় বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের করা র‍্যাঙ্কিংয়েও আছে। বিশ্বের সেরাদের তালিকায় সিঙ্গাপুরের এই বিশ্ববিদ্যালয় আছে তালিকার ১১ নম্বরে। বিশ্ববিদ্যালয়ের ৩টি ক্যাম্পাসের ১৭টি ফ্যাকাল্টিতে ৩৮ হাজারের বেশি শিক্ষার্থী পড়াশোনা করেন। বিশ্বের ১০০টি দেশের শিক্ষার্থী পড়েন এই বিশ্ববিদ্যালয়ে

২.সিংহুয়া বিশ্ববিদ্যালয়, চীন

ওয়ার্ল্ড র‍্যাংকঃ ১৫

এশিয়া র‍্যাংকঃ ০২

ধরনঃ পাবলিক

স্লোগানঃ “Self-Discipline and Social Commitment“

আন্তর্জাতিক শিক্ষার্থীঃ ৫, ২৪০

মোট শিক্ষার্থীঃ ৫০, ৩৯৪

স্নাতকঃ ১৬, ০৩৭

স্নাতকোত্তরঃ ১৮, ৬০৬

ডক্টরালঃ ১৫, ৭৫১

প্রতিষ্ঠিতঃ ১৯১১ সাল

স্থানঃ চীন

যোগাযোগঃ hjx@tsinghua.edu.cn

ওয়েবসাইটঃ http://www.tsinghua.edu.cn/en

চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয়টি একাডেমিক কারণে সুপরিচিত। বেইজিংয়ের সিংহুয়া বিশ্ববিদ্যালয় চীনের মধ্যে সর্বোচ্চ র‌্যাঙ্ক প্রাপ্ত বিশ্ববিদ্যালয় এবং এশিয়ার সেরা ১০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় দ্বিতীয় সর্বোচ্চ র‌্যাঙ্ক প্রাপ্ত বিশ্ববিদ্যালয়। যদিও এটি এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় প্রথম স্থানে নেই, এটি একাডেমিক খ্যাতি এবং এমপ্লায়ারদের খ্যাতির জন্য দ্বিতীয় স্থান দখল করেছে।

বিশ্ববিদ্যালয়টি বিজ্ঞান, প্রকৌশল, কলা ও সাহিত্য, সামাজিক বিজ্ঞান, চিকিত্সা সহ বিভিন্ন বিষয় নিয়ে ২০টি স্কুল এবং ৫৭টি বিভাগে একাডেমিকভাবে সুসংগঠিত।

৩.নানইয়াং টেকনোলজি বিশ্ববিদ্যালয়

ওয়ার্ল্ড র‍্যাংকঃ ১৩

এশিয়া র‍্যাংকঃ ০৩

ধরনঃ স্বায়ত্তশাসিত

আন্তর্জাতিক শিক্ষার্থীঃ ৫, ৭৩৮

মোট শিক্ষার্থীঃ ৩১, ৬৮৭

স্নাতকঃ ২৩, ৬৬৫

স্নাতকোত্তরঃ ৮, ০২২

প্রতিষ্ঠিতঃ ১৯৮১

স্থানঃ সিঙ্গাপুর

যোগাযোগঃ (+65) 6791 1744

ওয়েবসাইটঃ http://www.ntu.edu.sg

নানইয়াং টেকনোলজি বিশ্ববিদ্যালয়সহ সিঙ্গাপুরের ২টি বিশ্ববিদ্যালয় শীর্ষ ১০–এ আছে। গবেষণাকর্মের জন্য প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয়টি। নানইয়াং টেকনোলজি বিশ্ববিদ্যালয়টি ডিজিটাল টেকনোলজি এ স্মার্ট ক্যাম্পাসের জন্য সুপরিচিত। আলী বাবা, রোলস রয়েস, ভলভো, ডেল্টা ইলেকট্রনিকস ও সিংটেলের মতো কোম্পানির সঙ্গে পার্টনারশিপ আছে নানইয়াং টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের।

 ৪.ইউনিভার্সিটি অব হংকং (এইচকেইউ), হংকং

ওয়ার্ল্ড র‍্যাংকঃ ২২

এশিয়া র‍্যাংকঃ ০৪

ধরনঃ পাবলিক

স্লোগানঃ “Wisdom and Virtue “

আন্তর্জাতিক শিক্ষার্থীঃ ৮, ৩০১

মোট শিক্ষার্থীঃ ২৯, ৭৯১

স্নাতকঃ ১৭, ১০৬

স্নাতকোত্তরঃ ৯, ৮১৯

প্রতিষ্ঠিতঃ ১৯১১ সাল

স্থানঃ হংকং

যোগাযোগঃ tasterhk@hku.hk

ওয়েবসাইটঃ hku.hk

হংকংয়ের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান ইউনিভার্সিটি অব হংকং (এইচকেইউ)। গত বছরের এশিয়ার তৃতীয় থাকা বিশ্ববিদ্যালয়টি এবার এক ধাপ নেমে গেছে। ফ্যাকাল্টি ও আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তির জন্য সুনাম আছে এই শিক্ষাপ্রতিষ্ঠানের। একাডেমিক মান ও গবেষকদের কারণে ইউনিভার্সিটি অব হংকং শুধু এশিয়ার সেরা নয়, বিশ্বেরও সেরা শিক্ষাপ্রতিষ্ঠান। কিউএসের করা বিশ্ব র‍্যাঙ্কিংয়ের তালিকায় বিশ্ববিদ্যালয়টি আছে ২২তম স্থানে।

৫. ঝিজিয়াং ইউনিভার্সিটি, চীন

ওয়ার্ল্ড র‍্যাংকঃ ৫৩

এশিয়া র‍্যাংকঃ ০৫

ধরনঃ পাবলিক

স্লোগানঃ “Seeking the Truth and Pioneering New Trails”

আন্তর্জাতিক শিক্ষার্থীঃ ৯, ১৭৭

মোট শিক্ষার্থীঃ ৫৪, ৬৪১

স্নাতকঃ ২৫, ৪২৫

স্নাতকোত্তরঃ ২৯, ২৬১

প্রতিষ্ঠিতঃ ১৮৯৭ সাল

স্থানঃ চীন

যোগাযোগঃ panpanjiang@zju.edu

ওয়েবসাইটঃ http://www.zju.edu.cn/english

বিশ্ববিদ্যালয়টি চীনের অন্যতম প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান যেটি ১৮৯৭ সালের প্রথম দিকে যাত্রা শুরু করেছিল। বিশ্বের ১৮০টি ইনস্টিটিউট ও ৩০টি দেশের সঙ্গে পার্টনারশিপ আছে এই বিশ্ববিদ্যালয়ের। 

ঝেজিয়াং বিশ্ববিদ্যালয় চীনের মেইনল্যান্ডের প্রথম সারির ০৫টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ র‌্যাংকিং প্রাপ্ত বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি পিএইচডি, আন্তর্জাতিক অনুষদ এবং ইনবাউন্ড এবং আউটবাউন্ড এক্সচেঞ্জ বিষয়ে ভাল সুনাম অর্জন করেছে। বর্তমানে বিশ্বদিয়ালয়টি বিশ্বের সেরা ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৫৩ তম স্থানে রয়েছে।

৬.ফুদান ইউনিভার্সিটি, চীন

ওয়ার্ল্ড র‍্যাংকঃ ৩৪

এশিয়া র‍্যাংকঃ ০৬

ধরনঃ পাবলিক

স্লোগানঃ “Rich in knowledge and tenacious of purposes,

inquiring with earnestness and reflecting with self-practice”

আন্তর্জাতিক শিক্ষার্থীঃ ৫,৩২২

মোট শিক্ষার্থীঃ ৩১,৯০০

স্নাতকঃ ১৪,১০০

স্নাতকোত্তরঃ ১৪,৮০০

অন্যান্যঃ ৩,০০০

প্রতিষ্ঠিতঃ ১৯০৫ সাল

স্থানঃ চীন

ভর্তির তথ্যঃ এখানে ক্লিক করুন

যোগাযোগঃ isoadmission@fudan.edu.cn

ওয়েবসাইটঃ www.fudan.edu.cn

এশিয়ার সেরা ১০ বিশ্ববিদ্যালয় এর তালিকায় ষষ্ঠ স্থানটি চীনের ফুদান বিশ্ববিদ্যালয় দখল করেছে। বিশ্ববিদ্যালয়টি গত বছর এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় সপ্তম স্থানে ছিলো।

চীনের অন্যতম মর্যাদাপূর্ণ ও সিলেক্টিভ প্রতিষ্ঠান হলো ফুদান বিশ্ববিদ্যালয়। এটি চীনের সাংহাইয়ের শহরতলিতে অবস্থিত। এটি। ১৯০৫ সালে প্রতিষ্ঠিত। বিশ্ববিদ্যালয়টি বিশ্ব ব্যাংকের পরিচালক ঝাং শেংম্যান এবং চেন ঝোংওয়ে সহ বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ পুনঃস্থাপনের প্রবক্তাসহ একাধিক বিশিষ্ট প্রাক্তন শিক্ষার্থী তৈরি করেছে।

৭. পিকিং ইউনিভার্সিটি, চীন

ওয়ার্ল্ড র‍্যাংকঃ ২৩

এশিয়া র‍্যাংকঃ ০৭

ধরনঃ পাবলিক

স্লোগানঃ “Ensuring quality and pursuing excellence”

আন্তর্জাতিক শিক্ষার্থীঃ ৬,১২০

মোট শিক্ষার্থীঃ ৪৪,৭২৯

স্নাতকঃ ১৬,০৫৮

স্নাতকোত্তরঃ ২৮,৬৭১

প্রতিষ্ঠিতঃ ১৮৯৮ সাল

স্থানঃ চীন

ভর্তির তথ্যঃ এখানে ক্লিক করুন

যোগাযোগঃ outreach@pku.edu.cn

ওয়েবসাইটঃ www.pku.edu.cn

এবার পিকিং ইউনিভার্সিটির র‍্যাঙ্কিংয়ে অবনমন হয়েছে। দুই ধাপ নেমে বিশ্ববিদ্যালয়ের অবস্থান এখন সাত। রাজধানী বেইজিংয়ের এই উচ্চশিক্ষার প্রতিষ্ঠানটি একাডেমিক ও কর্মীদের কারণে এশিয়ার শীর্ষে। ১৮৯৮ সালে যাত্রা শুরু হয়। তবে যাত্রার শুরুতে নাম ছিল ইমপেরিয়াল কলেজ। পড়ালেখার পাশাপাশি ক্যাম্পাস ও ঐতিহ্যবাহী চীনা স্থাপত্যরও জন্য পরিচিত পিকিং ইউনিভার্সিটি।

৮. দ্য হংকং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, হংকং

ওয়ার্ল্ড র‍্যাংকঃ ২৭

এশিয়া র‍্যাংকঃ ০৮

ধরনঃ পাবলিক

আন্তর্জাতিক শিক্ষার্থীঃ ২,৯৫৯

মোট শিক্ষার্থীঃ ১৬,০৫৪

স্নাতকঃ ১০,১৪৮

স্নাতকোত্তরঃ ৫,৯০৬

ডক্টরালঃ ১,৭৫৮

প্রতিষ্ঠিতঃ ১৯৯১

স্থানঃ হংকং

ভর্তির তথ্যঃ এখানে ক্লিক করুন

যোগাযোগঃ pao@ust.hk

ওয়েবসাইটঃ www.ust.hk

হংকংয়ের দ্য হংকং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এইচকেকিউএসটি) প্রধান চারটি বিভাগ হলো দ্যা স্কুল অব সায়েন্স, স্কুল অব ইঞ্জিনিয়ারিং, স্কুল অব বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট, স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশাল সায়েন্স। এগুলোর পড়াশোনার মান বিশ্ববিদ্যালয়টিকে বিশ্বে পরিচিত করিয়েছে।

৯. ইউনিভার্সিটি মালায়া, মালয়েশিয়া

ওয়ার্ল্ড র‍্যাংকঃ ৫৯

এশিয়া র‍্যাংকঃ ০৯

ধরনঃ পাবলিক রিসার্চ

স্লোগানঃ “Knowledge is the Source of Progress“

আন্তর্জাতিক শিক্ষার্থীঃ ৩,১৭৯

মোট শিক্ষার্থীঃ ২২,৪২৫

স্নাতকঃ ১৪,২৯১

স্নাতকোত্তরঃ ৮,১৩৪

প্রতিষ্ঠিতঃ ১৯০৫

স্থানঃ মালয়েশিয়া

ভর্তির তথ্যঃ এখানে ক্লিক করুন

যোগাযোগঃ skp_aasc@um.edu.my

ওয়েবসাইটঃ www.um.edu.my

ইউনিভার্সিটি মালায়া মালয়েশিয়ার একমাত্র বিশ্ববিদ্যালয়, যেটি সেরা ১০–এ জায়গা করে নিয়েছে। ৯ নম্বরে থাকা বিশ্ববিদ্যালয়টি গত বছর যৌথভাবে ছিল ১৩তম। ইউনিভার্সিটি মালায়ার চার ধাপ উন্নয়নের কারণ হলো আন্তর্জাতিকভাবে গবেষণা কাজের স্বীকৃতি। শুধু গবেষণা খাতে এই বিশ্ববিদ্যালয় এশিয়ায় শীর্ষে। দেশটির রাজধানীতে অবস্থিত বিশ্ববিদ্যালয়টিতে ২৪ হাজার ৭৭০ জন স্নাতক ও স্নাতকোত্তরে পড়ছেন। শিক্ষার্থীদের মধ্যে ১৫ শতাংশ আন্তর্জাতিক শিক্ষার্থী।

১০. সাংহাই জিও টং ইউনিভার্সিটি, চীন

ওয়ার্ল্ড র‍্যাংকঃ ৪৭

এশিয়া র‍্যাংকঃ ১০

ধরনঃ পাবলিক

স্লোগানঃ “Gratitude and Responsibility”

আন্তর্জাতিক শিক্ষার্থীঃ ৬,৭২৩

মোট শিক্ষার্থীঃ ৩৮,১৮৮

স্নাতকঃ ১৬,২২০

স্নাতকোত্তরঃ ২১,৯৬৮

প্রতিষ্ঠিতঃ ১৮৯৬

স্থানঃ চীন

ভর্তির তথ্যঃ এখানে ক্লিক করুন

যোগাযোগঃ isc.d@sjtu.edu.cn

ওয়েবসাইটঃ www.sjtu.edu.cn

এবার ১০ হলে বিশ্ববিদ্যালয়টি গত বছর ছিল সেরা ৭–এ। ১৮৯৬ সালের যাত্রা শুরু করা বিশ্ববিদ্যালয়টি চীনের অন্যতম পুরোনো বিশ্ববিদ্যালয়। ১৬ হাজার ২২০ শিক্ষার্থী স্নাতক (আন্ডারগ্রাজুয়েট) পড়েন। আর পোস্ট গ্রাজুয়েটে ২১ হাজার ৯৬৮ শিক্ষা পড়াশোনা করছেন বিশ্ববিদ্যালয়টিতে।

চীনের এই প্রাচীনতম বিশ্ববিদ্যালয়টি বর্তমানে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে ৪৭ নম্বর স্থানে অবস্থান করেছে।

ভারতে অনলাইনে বিক্রি হচ্ছে গোমূত্র
আগাছা পরিষ্কার করতেই মিলল ১৪ নবজাতকের দেহ
প্রায়াই বাবাকে মারধর করতেন প্রদীপ, স্ত্রী বললেন, এমন কোনও অন্যায় নয়
তিন যুবরাজ কোথায় ?
তিন দশকে ৯৫ হাজার কাশ্মীরিকে হত্যা করেছে ভারত
রবিন জ্যাকম্যান ইংল্যান্ডের প্রাক্তন বোলার এবং ক্রিকেট ভাষ্যকার মারা গেলেন।
জেনে নিন কোন দেশের কতটি সাবমেরিন আছে?
কলকাতার ৩০টি বিখ্যাত জায়গা-Famous place in Kolkata
স্নেক আইল্যান্ড (সাপের দ্বীপ)
বিটিএস আর্মি - BTS Army