জোঁকের তেলের উপকারিতা - Benefits of Leek Oil
রক্তচোষা জোঁক ও তাদের জাতভাইরা কেঁচোর মত এনিলিডা পর্বের জীব। এরা এনিলিডা পর্বের হিরুডিনিয়া উপপর্ব গঠন করে। কেঁচোর মত এদেরও ক্লাইটেলাম আছে ও গমনাঙ্গ সিটে (setae)।
আদিকাল থেকে রক্তচোষা জোঁকেদের (যেমন হিরুডিনারিয়া মেডিসিনালিস) রক্ত জমাট বাঁধা (blood cloting) বন্ধ করার জন্য চিকিৎসায় ব্যবহার হয়েছে। জোকের তেল নিয়ে নানান জনের নানান মত থাকলেও জোঁকের তেলের চিকিৎসা এখনও ভারতের প্রচলিত রয়েছে আমাদের দেশে এখনো জোকের তেল কিনতে পাওয়া যায়। আপনি আপনার নিকটস্থ কোনো ক্যানভাসার কিংবা কবিরাজের দোকানে এটি পেয়ে যেতে পারেন।
জোঁকের তেলের উপকারিতা প্রাচীনকাল থেকেই জোকের তেল নানা চিকিৎসা কাজে ব্যবহার হয়ে আসছে জোঁকের তেলের উপকারিতা কি রয়েছে সেগুলো বিস্তারিত হলো।
১, কবিরাজি চিকিৎসা জোকের তেল পেট থেকে দূষিত পদার্থ বের করার জন্য ব্যবহার করা হয়।
২, পুরুষের যৌন সমস্যা বা যৌনাঙ্গের উত্থানজনিত সমস্যার ক্ষেত্রে জোঁকের তেলের ব্যবহার অনেক পুরানো।
৩, জোকের তেল মালিশ করে ব্যবহারে পুরুষের ভালো উপকার পাওয়া যায়।
৪, জোকের তেল নানান রকমের ব্যথা গিটে ব্যথা হাঁটুতে ব্যথা এরকম ব্যথায় ম্যাসাজ করলে উপশম হয়৷
৫, আয়ুর্বেদ ইউনানী চিকিৎসায় 500 বছরের পুরনো চিকিৎসা পদ্ধতি হচ্ছে এই জোকের চিকিৎসা
সাম্প্রতিক মন্তব্য
#Tonmoy Hassan Monir
ভাই অনেক বিপদে আচি😢#ABDULLAH
Ai tel ta ami ki vabe pete pari#হাসান
লিঙ্গ বড় করার জন্য কি জোঁকের তৈল ব্যবহার করা যাবে?