হামদর্দ এর ঔষধ সমূহ-Hamdard's medicines
Hamdard's medicines

হামদর্দ এর ঔষধ

হামদর্দ ঔষধ সমূহের তিনটি ডিভিশন রয়েছে যেমন –ইউনানী ডিভিশন, হারবাল ডিভিশন এবং  ফুড ডিভিশন। চলুন জেনে নেওয়া যাক হামদর্দ এর ঔষধ তালিকা সমূহ সম্পর্কে বিস্তারিত তথ্য।

ইউনানী ডিভিশনঃ হামদর্দ এর ঔষধ সমূহ

হামদর্দ এর ঔষধ সমূহের মধ্যে ইউনানী ডিভিশন এর ঔষধ অত্যন্ত কার্যকর। ঔষধি গাছ গাছালি ফলমূল ও থেকে তৈরি ইউনানি চিকিৎসার মূল উপকরণ। চলুন দেখা যাক এই ডিভিশনের ঔষধ সমূহ কোনটি কোন কাজে লাগে।

ক্যাপসুল এজারড ( তাবখীর) – পেট ফাপা ও হজমের দুর্বলতা নিরাময়ে  কার্যকারী ঔষধ।

ট্যাবলেট আলিসা ( গালি’ট্যাব)- নিরোগ ও দীর্ঘ জীবনের জন্য অনন্য ইউনানী ঔষধ। 

সিরাপ এ্যালকুলী ( বূ্যূরী) – প্রতিবন্ধকতা অপাসারক ও জ্বর নিবারক ঔষধ।

সিরাপ এ্যালভাসিন (এযাজ)- শুকনা কাশি নিবারনে অত্যন্ত কার্যকরি।

ক্যাপসুল এন্টিলিগো (বরছীনা) – শ্বেতী রোগে  অত্যন্ত কার্যকর ঔষধ।

সিরাপ এ্যাপেলিন ( সেব) – প্রধান অঙ্গ সমুহের  শক্তি বর্ধক  ও ক্ষুধা বর্ধক।

আরক আজওয়াইন- হজম কারক ও বায়ু নাশক।

আরাক বাদিয়ান- বায়ু নাসক ও ক্ষুধা বর্ধক।

আরক ফওলিন-  রক্ত স্বল্পতার চিকিৎসার জন্য অত্যন্ত কার্যকরি।

আরক গওযনান- দেহের প্রধান অঙ্গ সমুহের শক্তি বর্ধক এবং হৃদকম্পন দূর করে।

হারবাল ডিভিশনঃ হামদর্দ এর ঔষধ সমূহ

হারবাল ঔষধের মূল উপাদান হলো হার্বস। কিছু প্রাণীর মধ্যেও এর উপাদান পাওয়া যায়।  হার্বস বলতে বিভিন্ন ঔষধি গাছের বাকল পাতা ইত্যাদি। হামদর্দ এর ঔষধ সমূহ এর মধ্যে হারবাল ডিভিশন প্রাকৃতিক উপাদানে তৈরি। হারবাল ডিভিশনের ঔষধ সমূহ হচ্ছে-

ক্যাপসুল ডায়াবিট- ডায়াবেটিস নিয়ন্ত্রণে প্রাকৃতিক মহা ঔষধ।

ক্যাপসুল জিনটোন-শক্তিশালী অ্যাডাপটোজেনিক ও শক্তি এবং কর্ম ক্ষমতা  বৃদ্ধিকারক। 

ক্যপসুল কোবি(জিংগো বিলোবা)- রক্ত প্রবাহ উন্নত করে এবং মস্তিষ্কের শক্তি ও কর্ম ক্ষমতা বৃদ্ধি করে। 

ক্যাপসুল লেডিকা (ব্ল্যাক কোহস)-মেনোপজাল সিনড্রোম এর কারনে সৃষ্ট সমস্যা দূর করে। 

ক্যাপসুল জনর্ট- বিষন্নতা দুর করে। 

ক্যপসুল লিনা (স্পিরুলিনা)- অপুষ্টির চিকিৎসাই অত্যন্ত কার্যকরি।

ক্যাপসুল লিভেক (মিল্ক থিসল)- লিভার সুরক্ষাকারী ও শক্তি বর্ধক।  

নিমুলেন্ট(একিনাসি)- রোগ প্রতি রোধ ক্ষমতা বৃদ্ধি কারক এবং  জীবানু নাশক। 

ক্যাপসুল পামেট( স’পামেটো)-প্রস্টেট গ্রন্থির অতি বৃদ্ধির চিকিৎসায় নিরাপদ এবং কার্যকারী হারবাল ঔষধ। 

ক্যাপসুল ভেলেন্ট(ভেলেরিয়ান)-আদর্শ সুনিদ্রা কারক এবং দুশ্চিন্তা দূরি করনে কার্যকরী হারবাল ঔষধ। 

ফুড ডিভিশন

হামদর্দ ঔষধ সমূহের মধ্যে ফুড ডিভিশনের প্রথম নাম হলো শরবতে রূহ্ আফজা। রূহ্ আফজা প্রাকৃতিক সতেজ হালাল শরবত। শরবতে রূহ্ আফজা হামদর্দ গবেষণারে তৈরি প্রকৃতির কল্যানকর ও সুরক্ষাকারী উপাদানের একটি অনন্য ফরমুলেসন যা সুস্বাদু সতেজ কারক সুনিদ্রা কারক এবং দুশ্চিন্তা দূরীকরণে কার্যকর একটি উপাদান। 

হামদর্দ আমলা

হামদর্দ আমলা আমলোকি তিল তেল সহ বিভিন্ন উদ্ভিদ্জ উপাদাননে তৈরি যা চুলের গড়া মজবুত করে চুল পড়া রোধ করে, নতুন চুল গজাতে সাহায্য করে এবং অকালে চুল পাকা বন্ধ করে। হামদর্দ আমলা চুলকে রেশমি  কোমল উজ্জ্বল ও ঝলমলে করে এবং মাথার খুসকি  দুর করে। চমৎকার সুগন্ধি যুক্ত হামদর্দ আমলা মাথা ঠান্ডা রাখে এবং সুনিদ্রায় সহায়তা করে।

সিরাপ সাফী

সিরাপ সাপী প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হারবাল ঔষধ যা রক্ত ও চর্ম রোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সিরাপ ছাফী রক্ত কে বিশুদ্ধ রাখে এবং পরিপাকে সহায়তা করে। এই সিরাপ কোষ্ট্যকাঠিন্য দূর করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শরীর কে সুস্থ রাখতে সাহায্য করে। সিরাপ  ছাফী মূত্র এবং ঘর্ম নিঃস্বরন রোধ করে। ছাফী নাকের রক্ত ক্ষরন বন্ধ করে। এই সিরাপ রক্ত সঞ্চালন ঠিক রাখে।  

পিরিয়ডের সময় স্ত্রী সহবাস করলে কি হয়
বর্ষায় সর্দি-কাশি দূর করার উপায় - Ways to get rid of cold and cough in monsoon
কৃমি ঔষধ খাওয়ার নিয়ম
জিও ভিটা সিরাপ খাওয়ার নিয়ম
ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশাল বিশেষজ্ঞ ডাক্তারের তালিকা
ব্রেস্ট টাইট করার ক্রিম - Breast tightening cream
পিল খেতে ভুলে গেলে কি করবেন
হামদর্দ নিশাত ট্যাবলেট খাওয়ার নিয়ম
গর্ভাবস্থায় ঘুমের সমস্যা, কী করবেন - Sleep problems during pregnancy, what to do
দাঁতের মাড়িতে ক্যান্সারের লক্ষণ - Symptoms of gum cancer