শিশুর যেসব ওষুধ ঘরে রাখবেন

শিশুর যেসব ওষুধ ঘরে রাখবেন

ঠান্ডা লাগবে যে ওষুধ খাওয়া বেন   

ঠান্ডা লাগলে যে ঔষুূধের নাম ( ফেনাট- Fenat)দিনে ২ বার খাওয়াবেন হাফ চামচ করে। ভরা পেটে  ১৫ দিন

জ্বর হলে যে ঔষধ খাওয়াবেন

জ্বর হলে যে  ঔষুধের নাম (নাপা - Napa paracetamol syrup ৬ ঘন্টা পর পর হাফ চামচ করে  দিনে ৪বার ভরা পেটে

আর জ্বরের পরিমাণ যদি বেশি হয় তবে যে ঔষধ টা খাওয়াবেন তার নাম ( এইস্- Ace  paracetamol BP 120mg/5ml )   ১ চামচ করে দিনে ৪বার ভরাপেটে  । জ্বর থাকলে খাওয়াবেন, আর না থাকলে খাওয়াবেন না।      

Ace  জ্বরের ঔষধ     এটার সাথে একটা এন্টিবায়োটিক আছে, যার নাম হলো ( এ্যাজিথ্রোসিন -  Azithrocin এটা ৪ চা চামচ পানি মিশান।   এবং প্রতিদিন  পোনে ১ চামচ করে দিনে  ১ বার ৫ দিন খাওয়ান।  এরপর ও যদি জ্বর ভাল না হয়। তবে,এই এন্টিবায়োটিক বাদ দিয়ে    অন্য একটা এন্টিবায়োটিক আনবেন যেটার নাম (ফিক্স -এ - Fix - A) এটায় ৪ চামচ পানি মিশান পোনে ১ চা চামচ করে   দিনে ২বার  খাওয়াবেন ৭ দিন। 

ঠান্ডা

ঠান্ডা  লেগে যদি বুকের ভিতরে শব্দ করে তবে যে ঔষধ খাওয়াবেন তার নাম

(লিভোস্টার -  Levostar Syrup )   প্রতিদিন ২ বেলা হাফ চামচ করে, ভরা পেটে। 

মুখে ঘা

আপনার বাচ্চার যদি মুখে বা জিহবায় ঘা হয়, কিছু খেতে না পারে। তবে  যে ঔষধ টা খাওয়াবেন  তার  নাম  ( NYSTAT) ১ এম এল পরিমান দিনে ৪বার। ভরা পেটে। 

নাক দিয়ে পানি পড়া

আপনার বাচ্চার যদি ঠান্ডা লেগে নাক থেকে পানি পরে তবে একটা ড্রপ আছে যে টা নাকে দিতে হবে,ড্রপটির নাম (Nosomist) ২ নাকে ২ ফোঁটা দিতে হবে, প্রতিদিন ১ বার রাতে। 

পেট ব্যাথায়

পেটের কোন সমস্যায়, বা মোছরা মুছড়ি, বা পেটে ব্যাথা হলে যে ঔষধটা খাওয়াবেন টার নাম( নওনেহাল   -NAUNEHAL) হাফ চা চামচ করে দিনে ৩  বার করে। ভরা পেটে । 

সৌদ এর জন্য

আপনার শিশুর যদি গায়ে সৌদ হয় তবে যে ঔষধটা ব্যবহার করবেন, তার নাম(মলম -ইকোনেট প্লাস ক্রিম-Econate plus cream)  এই ক্রিমটা ২ বেলা করে ১০ দিন সৌদের স্থানে লাগাতে হবে।। এবং একটা  স্যম্পু আছে  যার নাম হলো ( Dancel ) এটা সপ্তাহে ৩ দিন সৌদের স্থানে লাগাতে হবে। এবং কোন রকম সাবান লাগানো যাবে না। নিয়মিত লাগালে ভাল হয়ে যাবে। 

পেট ফাপার জন্য

আপনার বাচ্চার যদি ২/৩ দিন পায়খানা না হয় তবে যে ঔষধ টা খাওয়াবেন তার নাম হলো  (Omidon- অমিডন)  এটা  প্রতিদিন ১ চামচ করে খাওয়াবেন। ভরা পেটে। 

ডায়রিয়া

আপনার বাচ্চার যদি প্রচুর পরিমানে পায়খানা হয় তবে যে ঔষধটা খাওয়া বেন তার নাম হলো ( সিপ্রােজিড -) ১০ চামচ পানি মিশান।হাফ চা চামচ করে দিনে ২বার  ভরা পেটে ৭ দিন। সাথে আর ও একটি ঔষধ খাওয়াতে হবে। তার নাম হলো (নিটাজক্স  -Nitazox,) হাফ চা চামচ করে দিনে ২ বার  ভরা পেটে ৩ দিন  ।

ওষুধ রাখার কিছু নিয়ম

❏  বড় বাক্স ভরে বেশি ওষুধ রাখার দরকার নেই। বরং পরিমাণে কম, অতি প্রয়োজনীয় এবং মানসম্মত নির্দিষ্ট কিছু ওষুধ ঘরে রাখলেই চলে।

❏  ওষুধের বাক্সটি তিন বা ছয় মাসের মধ্যে পরিষ্কার করা ভালো।

❏  ওষুধ রাখার স্থানটিও গুরুত্বপূর্ণ। রোদ লাগে এমন জায়গায় ওষুধ রাখা উচিত নয়।

❏  কাগজের বাক্সে ওষুধ রাখলে ভেজা ভেজা থাকে, তাই সফট বা নমনীয় বাক্সে রাখা ভালো।

❏  কিছু কিছু ওষুধ রেফ্রিজারেটর বা ফ্রিজে রাখতে হয়।

❏  শিশুদের নাগালের মধ্যে কোনো ওষুধ রাখা উচিত নয়।

প্যাকেটের ভেতরে থাকা ব্যবহারবিধি ফেলে দেওয়া ঠিক নয়।

সঙ্গে রাখুন কিছু ওষুধ

প্যারাসিটামল : সর্দি, কাশি, জ্বর, মৃদু থেকে মাঝারি মাত্রার যেকোনো ব্যথা উপশমের জন্য সঙ্গে রাখুন প্যারাসিটামল গ্রুপের কিছু ওষুধ। বড়দের জন্য ট্যাবলেট হলেও শিশুদের জন্য রাখুন সিরাপ।

অ্যান্টিহিস্টামিন : সর্দি, হাঁচি, অ্যালার্জি ইত্যাদি নিয়ন্ত্রণের জন্য রাখুন হিস্টাসিন, এনটিস্টা, এলসেট ইত্যাদি।

এসিডিটি : এসিডিটি, বুক জ্বলা ইত্যাদির জন্য ফ্ল্যাটামিল ডিএস, অ্যান্টাসিড প্লাস, অ্যাভলোসিড ইত্যাদি রাখুন।

পেটের অসুখ : পেট ফাঁপা, পেটে গ্যাস হওয়া, বদহজম প্রতিরোধের জন্য কিছু ওষুধ রাখা উচিত। সাধারণত পেটের পীড়ায় মেট্রোনিডাজল জাতীয় ওষুধ, যেমন—ফ্লাজিল, মেট্রিক, ফিলমেট, অ্যামোট্রাক্স ইত্যাদি নিতে পারেন।

তলপেটে ব্যথা : তলপেটে ব্যথা বা ঋতুস্রাবের ব্যথার জন্য এলজিন, বুটাপেন, হাইসোমাইড ইত্যাদি।

অমিডন, এভোমিন : ভ্রমণের সময় মোশন সিকনেস বা গতিজনিত সমস্যায় অমিডন, এভোমিন, ইনো, একলিস জাতীয় ওষুধ রাখতে পারেন।

খাওয়ার স্যালাইন : ডায়রিয়া, পানিশূন্যতা, ইলেকট্রোলাইটে অসামঞ্জস্যতা প্রতিরোধের জন্য কিছু খাবার স্যালাইনের প্যাকেট সঙ্গে রাখুন।

পায়ুপথে রক্তক্ষরণের কারণ - Causes of rectal bleeding
হাত পা ঘামা থেকে মুক্তির উপায় - Ways to get rid of sweaty hands and feet
ঘুম না হলে কী করণীয়
জিহ্বা-ঠোঁটের ঘা সারানোর ঘরোয়া উপায় - Home Remedies for Tongue-lip Sores
ব্যথা কমানোর প্রাকৃতিক উপায় - Natural ways to relieve pain
গোপনাঙ্গ ফর্সা করার টিপস - Tips for grooming private parts
চুলকানি দূর করার কার্যকরী ঘরোয়া উপায় - Effective home remedies for itching
শ্বাসকষ্ট হলে করণীয় - What to do if you have trouble breathing
আঁচিল দূর করার ঘরোয়া উপায় - Home remedies to remove warts
প্যানিক ডিজঅর্ডার চিকিৎসা - Panic Disorder Treatment