নওনেহাল সিরাপ
Naunehal Syrup
বর্ণনা
নওনেহাল দীর্ঘদিনের বৈজ্ঞানিক গবেষণালব্ধ প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ উপাদান সমৃদ্ধ, সম্পূর্ণ অ্যালকোহল মুক্ত হারবাল ওষুধ। নওনেহাল আনিসুন, শুলফা বীজ, বড় এলাচ, পুদিনা, যবসহ অন্যান্য উপাদানের সমন্বয়ে তৈরী, এতে কোন কৃত্রিম বা রাসায়নিক উপাদান নেই। এতে রয়েছে ভিটামিন, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রণ, ম্যাঙ্গানিজ, কপার, ক্লোরিন, জিংক সমৃদ্ধ ওষুধি উদ্ভিদ যা শিশুর পরিমিত বৃদ্ধি ও বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নওনেহাল দুর্বল শিশুদের সুস্থ ও সবল করে। নওনেহাল শিশুদের নরম ও কোমল পরিপাকতন্ত্রকে শক্তিশালী ও সক্রিয় করে এবং ভিটামিনের অভাব পূরণ করে। নওনেহাল-এ বিদ্যমান পুদিনার সক্রিয় উপাদান ম্যানথল, যা বদহজম, পেট ফাঁপা ও ডায়রিয়া প্রতিরোধে সহায়তা করে। আনীসুন তেল শিশুর পেট ফাঁপা, পেট ব্যথা, খিঁচুনীসহ বমি ও বমিভাব দূর করে। কাজেই নওনেহাল পেটের যাবতীয় সমস্যা সমাধান করে শিশুদের দৈহিক বৃদ্ধিসহ বুদ্ধিবৃত্তিক বিকাশ নিশ্চিত করে।
উপাদান
প্রতি ৫ মিলি সিরাপে আছে (জলীয় নির্যাস আকারে)- Pimpinella anisum (আনিসূন) ২.৫০ মিগ্রা, Anethum sowa (শুলফা বীজ) ২.৫০ মিগ্রা, Amomum subulatum (বড় এলাচ) ২.৫০ মিগ্রা, Mentha arvensis (পুদিনা) ২.৫০ মিগ্রা, Pimpinella anisum Oil (আনিসূন তেল) ৩.৫০ মালি, Hordeum vulgare (যব/সত্তে জও) ৪০ মিগ্রা এবং অন্যান্য উপাদান পরিমাণমত।
রোগ নির্দেশনা:
অপুষ্টি, সাধারণ দুর্বলতা, তলপেটের অস্বস্তি, পেটের তীব্র ব্যথা, বদহজম, পেট ফাঁপা, ডায়রিয়া, বমি ও বমি-বমি ভাব ইত্যাদি চিকিৎসায় নির্দেশিত হয়।
সেবনবিধি:
৬ মাস বয়স পর্যন্ত : ১/২ চা চামচ (২.৫ মিলি) দৈনিক ৩-৪ বার।
৬ মাস থেকে ১ বৎসর বয়স পর্যন্ত : ১ চা চামচ (৫ মিলি) দৈনিক ৩-৪ বার।
১ বৎসর ও তদুর্ধ্ব বয়স পর্যন্ত : ১-২ চা চামচ (৫-১০ মিলি) দৈনিক ৩-৪ বার
মূল্য: Naunehal Syrup (50 ml) ৬০ টাকা
অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।
প্রতিনির্দেশ: কোন প্রতিনির্দেশ নেই।
পার্শ্ব প্রতিক্রিয়া: নির্ধারিত মাত্রায় সেবনে কোন উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি।