আমলকির সিরাপের উপকারিতা
আমলকি সিরাপঃ
আমলকির একটি বহু গুনাগুন সম্পন্ন উদ্ভিদ। আমলকি আমাদের দৈনন্দিন জীবনের নানা ধরণের সমস্যা সমাধানে কাজ করে থাকে। তাই অনেক ক্ষেত্রে আমলকির গুড়ো, আমলকির চর্ণ অর্থবা আমলকি আলাদা ভাবে খেতে হয়। তাই অনেকে এই সমস্যা জন্য আমলকির সিরাপ খেয়ে থাকে । আজকাল বাজারে বহু ওষধ কোম্পানি বাজারে নিয়ে এসেছে আমলকি সিরাপ।
চলুন জেনে নেই আমলকি সিরাপের উপকারিতা ও অপকারি তার কথা।
আমলকি সিরাপের উপকারিতা
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে হয় এই সিরাপ। চলুন জেনে নেই আমলকির উপকারিতা সম্পর্কে –
১.খাবারে রুচি বর্ধনে র জন্য অনেকে চিকিৎসকের পরামর্শে আমলকি রসিরাপ খেয়ে থাকে ।
২.অনেকে স্বাস্থ্যবান হতে আমলকি রসিরাপ খেতে পারে ।
৩.অনেকে মানব দেহে ভিটামিন সি এর চাহিদা বদ্ধি তে চিকিৎসকের পরামর্শে খেয়ে থাকে এই সিরাপ।
৪.মানবদেহে ভিটামিনের অভাবজনিত রোগ থেকে মক্তি পাওয়ার জন্য এই সি রাপ বেশ উপকারী।
আমলকি সিরাপের অপকারিতাঃ
উপকারিতার পাশাপাশি আমলকি সিরাপের কিছু অপকারিতা ও রয়েছে । চলুন জেনেনেই আমলকি সিরাপের অপকারিতা
সম্পর্কে –
১.অনেকে রুচি বাড়ানোর জন্য আমলীর সিরাপ খেয়ে থাকে । কিন্ত যখন এই সিরাপ খাওয়া ছেড়ে দেওয়া হয় তখন ফল ও জিভ ফুলে যাওয়ার মত সমস্যার সম্মক্ষীন হয়ে ছেন।
২.অনেকে এই আমলকি সিরাপ খাওয়ার ফলে গ্যাট্রিকের সমস্যা দেখা যায়।
৩.অনেকের শরীরে স্বাস্থ্যহানীর মতো সমস্যা দেখা যায়।
আমলকি সিরাপের দামঃ
৪৫০মিলি ৩৫০টাকা,বেশিরভাগ হোমিওপ্যথি ওষুধ দোকানে পাওয়া যায়।
সাম্প্রতিক মন্তব্য
#সুকুমার রায়
সাস্ত বাড়া জন্য রুচির জন্য