Benefits of Carmina Syrup
কারমিনা সিরাপ এর উপকারিতা
কারমিনা একটি ন্যাচারাল মেডিসিন। ওষুধটির প্রস্তুতকারক বাংলাদেশের অন্যতম ন্যাচারাল মেডিসিন প্রস্তুতকারক প্রতিষ্ঠান হামদর্দ। আমরা অনেকেই এই ওষুধটির সাথে পরিচিত। যদিও ওষুধটির নাম আমাদের অনেকর জানা কারমিনার বহুগুন বা সবগুলো কার্যকরীতা সম্পর্কে আমরা অনেকেই জানি না। আজ এই আর্টিকেলের মাধ্যমে আমরা জানতে পারব কারমিনার দাম, খাওয়ার নিয়ম ও উপকারিতা সম্পর্কে।
কারমিনা সিরাপের কাজ
কারমিনা সিরাপ পাকস্থলীর শক্তিবর্ধক,লিভারের দুরবলতা,হজমের দুর্বলতা,অম্লাধিক্য,পেট ফাপা,বায়ুজনিত পেট ব্যাথা,অরুচি,চুকা ঢেকুর,বোমি ভাব ও কোষ্ঠকাঠিন্যে কার্যকরী।কারমিনা সিরাপ হজমের যাবতীয় গোলযোগ ও রোগ ব্যাধী দূর করার কাজে বিশেষ কার্যকরী।কারমিনা সিরাপ লিভারের বিপাকিয় কার্যক্রম অত্যন্ত সুন্দরভাবে সংশোধন করে।কারমিনা সিরাপ পরিপাকতন্ত্রকে শক্তিশালী করে এবং লিভার ও পাকস্থলীর কার্যক্রম এর সমন্বয় এর মাধ্যমে পরিপাকতন্ত্রের ছন্দ পরিচালনা করে থাকে।
বদহজম: বদহজম ও বদহজমের কারণে যে সমস্যাগুলি হয় সেগুলো কমাতে কারমিনা খাওয়া যেতে পারে।
পেটফাঁপা ও বুক জ্বালা-পোড়া : কারমিনা খেলে দ্রুত পেটফাঁপা ও বুক জ্বালা-পোড়া দূর হয়।
ক্ষুধামান্দ্য: ক্ষুধামান্দ অর্থাৎ খাওয়ার অরুচি থাকলে, কারমিনা খেলে সেটা দূর হয় এবং খাওয়ার রুচি বাড়ে।
অম্লাধিক্য: অম্লাধিক্য বা হাইপার অ্যাসিডিটি পেটেঁর সবচেয়ে কমন সমস্যা। কারমিনা খেলে এই সমস্যা দ্রুত ভালো হয়।
তাছাড়াও কোষ্ঠকাঠিন্য,লিভারের দুর্বলতাজনিত সমস্যা, বমি বমি ভাব হলে, টক ঢেকুর ইত্যাদি রোগে কারমিনা ভালো কাজ করে।
মূল্য: কারমিনা সিরাপ ৪৫০ মিলি,২২৫ মিলি,১০০ মিলি এই তিনটি সাইজ অনুযায়ী পাওয়া যায়।
কারমিনা সিরাপ ৪৫০ মিলির দাম ১৩০ টাকা
২২৫ মিলির দাম ৮৫ টাকা।
১০০ মিলির দাম ৫০ টাকা।
১ বক্স ট্যাবলেট এর দাম ৮৫ টাকা।
উপাদান
সিরাপ: প্রতি ৫ মিলি সিরাপে আছে (জলীয় নির্যাস আকারে)- Piper nigrum (গোলমরিচ) ১৫০ মিগ্রা, Citrus aurantifolia (লেবু) ১০০ মিগ্রা, Trachyspermum ammi (জৈন) ১০০ মিগ্রা, Cinnamomum zeylanicum (দারচিনি) ৫০ মিগ্রা,Emblica officinalis (আমলকী) ৫০ মিগ্রা, Terminalia chebula (হরীতকী) ৩৮ মিগ্রা, Terminalia bellirica (বহেড়া) ৩৮ মিগ্রা, Zingiber officinale (শুষ্ক আদা) ১০ মিগ্রা, Sea salt (সামুদ্রিক লবণ) ৮ মিগ্রা এবং অন্যান্য উপাদান পরিমাণমত।
ট্যাবলেট: প্রতি ট্যাবলেটে আছে- Piper nigrum (গোলমরিচ) ৬০ মিগ্রা, Citrus aurantifolia (লেবু) ৪০ মিগ্রা, Trachyspermum ammi (জৈন) ৪০ মিগ্রা, Cinnamomum zeylanicum (দারচিনি) ২০ মিগ্রা, Emblica officinalis (আমলকী) ২০ মিগ্রা, Terminalia chebula (হরীতকী) ১৫ মিগ্রা, Terminalia bellirica (বহেড়া) ১৫ মিগ্রা, Zingiber officinale (শুষ্ক আদা) ৪ মিগ্রা, Sea salt (সামুদ্রিক লবণ) ১৬ মিগ্রা এবং অন্যান্য উপাদান পরিমাণমত।
নির্দেশনা: অম্লাধিক্য, পেট ফাঁপা, বায়ুজনিত পেট ব্যথা, বদহজম, ক্ষুধামান্দ্য, কোষ্ঠকাঠিন্য, পাকস্থলীর দুর্বলতা, লিভারের দুর্বলতা, বমি ও বমিভাব, চুকা ঢেকুর, বুক জ্বালা-পোড়া।
সেবনবিধি:
সিরাপ:
প্রাপ্ত বয়স্ক: ২ চা চামচ (১০ মিলি) দৈনিক ২-৩ বার;
অপ্রাপ্ত বয়স্ক: ১/২ থেকে ১ চা চামচ (২.৫-৫ মিলি) দৈনিক ২-৩ বার অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।
ট্যাবলেট:
প্রাপ্ত বয়স্ক: ১-২ ট্যাবলেট
অপ্রাপ্ত বয়স্ক: ১/২-১ ট্যাবলেট দৈনিক ২-৩ বার অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।
বদহজম: ১-২ চা চামচ (৫-১০ মিলি)/১ ট্যাবলেট আহারের পূর্বে এবং পরে সেব্য।
তীব্র বদহজম: ২ চা চামচ (১০ মিলি)/২ ট্যাবলেট পানিসহ সেব্য।
পেট ফাঁপা ও বুক জ্বালা-পোড়া: ২ চা চামচ (১০ মিলি)/২ ট্যাবলেট আহারের পর সেব্য।
ক্ষুধামান্দ্য: নাস্তার পর ১-২ চা চামচ (৫-১০ মিলি)/১ ট্যাবলেট নাস্তা ও দু’বেলা আহারের পূর্বে সেব্য।
অম্লাধিক্য: ২ চা চামচ (১০ মিলি)/২ ট্যাবলেট আহারের পূর্বে দৈনিক ২ বার সেব্য।
পেট ব্যথা: ২ চা চামচ (১০ মিলি)/২ ট্যাবলেট ঈষদুষ্ণ পানিসহ সেব্য, ব্যথা না কমলে ১ ঘন্টা পর পুনরায় ২ চা চামচ (১০ মিলি)/২ ট্যাবলেট সেব্য।
কোষ্ঠকাঠিন্য: ২ চা চামচ (১০ মিলি)/২ ট্যাবলেট রাতে শয়নের পূর্বে ঈষদ্ষ্ণু পানিসহ সেব্য।
পাকস্থলী ও লিভারের দুর্বলতা: ২ চা চামচ (১০ মিলি)/২ ট্যাবলেট আহারের পূর্বে দৈনিক ২ বার সেব্য।
বমি ও বমিভাব: ১ চা চামচ (৫ মিলি)/১ ট্যাবলেট সেব্য।
(বিঃ দ্রঃ বমি ও বমিভাব এর ক্ষেত্রে ট্যাবলেট চুষে চুষে খেতে হবে)
প্রতিনির্দেশ: কোন প্রতিনির্দেশ নেই।
পার্শ্ব প্রতিক্রিয়া: নির্ধারিত মাত্রায় সেবনে কোন উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি।
সাম্প্রতিক মন্তব্য
#sanjoymandal mandal
খুব ভাল দামটাও নাগালের মধ্য