জিও ভিটা সিরাপ খাওয়ার নিয়ম
Geo Vita Syrup

 জিও ভিটা সিরাপ খাওয়ার নিয়ম

এই ধরনের রুচির মোটা হওয়ার সিরাপ গুলো ৩ চামচ করে ডেলি ২ বার সেবন করা হয়ে থাকে। খাওয়ার পর সিরাপটি সেবন করতে হয়। জিও ভিটা খাওয়া উচিত নয়। এই সিরাপ এর অনুমোদন বাতিল করা হয়েছে।

জিও ভিটা সিরাপের উপকারিতা

এই সিরাপটি আপনার শরীরের বিভিন্ন ভিটামিনের অভাব পুরন করবে, ক্ষুদামন্দা রোধ করবে, শরীরে বলকারক হিসাবে কাজ করবে,শারীরিক ও মানসিক দুর্বলতা কাটাতে সাহায্য করবে,শরীরের ওজন বৃদ্ধি করতে সাহায্য করবে,স্নায়ুবিক সমস্যা সমাধান করবে।

ক্ষুধামন্দা সমস্যা দূর করা অর্থাৎ ক্ষুধা বাড়ানোর কাজে ব্যবহার করা হয়।

কিছু ভিটামিন যুক্ত থাকে।

খাওয়ার পরিমাণ বৃদ্ধি করে শারিরীক দূর্বলতা কমায়।

ক্ষুধা বাড়ার ফলে খাওয়া বেড়ে যায় এটাকে কাজে লাগিয়ে মোটা হবার কাজে এটা ব্যবহার করা হয়।

তবে বেশিরভাগ মানুষ ই মোটা হবার জন্য এটা ব্যবহার করে। বেশি অংশের মতামত এটা খাওয়া বন্ধ করে দিলে আগের মত অবস্থা হয়ে যায় আবার। 

জিও ভিটা সিরাপের দাম: এটার বাজার মূল্য অঞ্চলভেদে বিভিন্ন। এটার পাইকারি রেট থেকে বডি রেট অনেক বেশি থাকে।

১০০ এমএল ৯৫টাকা।

২০০ এমএল ১৮০টাকা।

৪৫০ এমএল ৩৫০টাকা।

জিও ভিটা সিরাপের পার্শ্বপ্রতিক্রিয়া

জিও ভিটা হলো রুচিবর্ধক সিরাপ যা সেবনে অধিক রুচি বাড়ে ফলে স্বাস্থ ভালো হলেও এর পার্শ্বপ্রতিক্রিয়া আছে। তবে নিয়মিত নিয়ম মেনে সেবনে সবার ক্ষেত্রে তা প্রভাব ফেলে না।

জিও ভিটা সিরাপ এর কাজ

জিও ভিটা সক্রিয় এবং ভিটামিন-জেড ঔষধ উদ্ভিদ পুনরুজ্জীবনের একটি আশ্চর্যজনক সমন্বয়।

এটি অপুষ্টিতে আক্রান্ত, স্নায়বিক এবং পেশীকে শক্তিশালী করে।

জিওভিটা গুরুত্বপূর্ণ অঙ্গগুলিকে শক্তিশালী করে, সাধারণ দুর্বলতা, মানসিক দুর্বলতা এবং অলৌকিকতা প্রতিরোধ করে এবং শরীরের ওজন বৃদ্ধি করতে সাহায্য করে।

জিওভিটা হলো আসগন্ধা ভিত্তিক আয়ুর্বেদিক তরল যা বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য এবং সাধারণ দুর্বলতা ব্যবহার করে।

এটি একটি স্বাস্থ্য টনিক, যা একটি দীর্ঘস্থায়ী রোগের পরে শক্তি পুনরুদ্ধার এবং সামগ্রিক স্বাস্থ্য উন্নত সাহায্য করে।

গর্ভবতী অবস্থায় রক্তপাত হলে করণীয় - What to do if you bleed while pregnant
ডেঙ্গু থেকে দ্রুত সুস্থ হতে যে খাবার খাবেন - Foods to eat to recover quickly from dengue
জেনারেল ও ল্যাপারোস্কোপিক সার্জারি বিশেষজ্ঞ, বরিশাল
বর্ষায় সর্দি-কাশি দূর করার উপায় - Ways to get rid of cold and cough in monsoon
জোঁকের তেলের উপকারিতা - Benefits of Leech Oil
অনিয়মিত পিরিয়ডের কারণ ও করণীয়
নবজাতক ও শিশু বিশেষজ্ঞ ডাক্তার,বরিশাল
জরায়ু টিউমার প্রতিরোধের উপায় - Ways to prevent uterine tumors
পেটের দূষিত বায়ু দূর করার উপায় - Ways to get rid of polluted stomach air
কিভাবে কিডনিতে পাথর থেকে মুক্তি পাবেন