নারী-পুরুষ উভয়ের ব্যবহারযোগ্য ইউনিসেক্স কনডম

নারী-পুরুষ উভয়ের ব্যবহারযোগ্য ইউনিসেক্স কনডম

Unisex condoms for both men and women

ইউনিসেক্স কনডম এর পরিচিতি

এটি সাধারণ কনডমের মতই, সাথে শুধু একটা আঠালো আবরণ আছে। এতে যে আঠালো আবরণটা আছে যা ভ্যাজাইনা বা পেনিসের সাথে লেগে থাকে এবং অতিরিক্ত সুরক্ষার জন্য ওই অংশের পুরোপুরি ঢেকে রাকে। আঠালো অংশটি শুধুমাত্র একপাশে ব্যবহার করা হয় যার মাধ্যমে ছেলে বা পুরুষ উভয়ই এইটা ব্যবহার করতে পারবে।

বিশ্বের প্রথম ইউনিসেক্স কনডম নারী ও পুরুষের ‍উভয়ের ব্যবহারযোগ্য কনডম তৈরি করেছে মালয়েশিয়া একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ। তিনি টুইন ক্যাটালিস্ট মেডিকেল ফার্মের স্ত্রীরোগ বিশেষজ্ঞ যার নাম জন ট্যাং ইং চিন।

ব্যবহারঃ

এই ইউনিসেক্স কনডম এতটাই স্বচ্ছ যে ব্যবহারের পর কিছু বোঝাই যাবে না।

ওয়ান্ডালিফ' নামের এই ইউনিসেক্স কনডম মানুষকে তাদের জন্ম নিয়ন্ত্রণ ও যৌন স্বাস্থ্য ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করছেন জন ট্যাং ইং চিন নামের ওই উদ্ভাবক।

এটি সাধারণ কনডমের মতই, সাথে শুধু একটা আঠালো আবরণ দেওয়া হয়েছে যেটা ভ্যাজাইনা বা পেনিসের সাথে লেগে থাকে এবং অতিরিক্ত সুরক্ষার জন্য ওই অংশের পুরোপুরি ঢেকে রাকে। এই আঠালো অংশটি শুধুমাত্র একপাশে ব্যবহার করা হয় যার মাধ্যমে নারী বা পুরুষ উভয়ই এইটা ব্যবহার করতে পারবে।

দামঃ

টুইন ক্যাটালিস্ট মেডিকেল ফার্মের নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাবে এই ইউনিসেক্স কনডম। প্রতিটি প্যাকেটে দুইটি করে কনডম থাকবে এবং মালয়েশিয়ান মুদ্রায় এর দাম নির্ধারণ করা হয়েছে ১৪.৯৯ রিঙ্গিত যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩১০এর সমান।

ভারতের সেরা নিউরোলজিস্ট
গর্ভাবস্থায় খাবারে অরুচি হলে করণীয় - What to do if you have aversion to food during pregnancy
হামদর্দ নিশাত ট্যাবলেট খাওয়ার নিয়ম
গর্ভাবস্থায় ঘন ঘন প্রস্রাব হওয়া - Frequent urination during pregnancy
হাই ব্লাড প্রেশার কমানোর ঘরোয়া উপায়
মোটা হওয়ার ভিটামিন ক্যাপসুল
দাদের ঘরোয়া চিকিৎসা
পিল খাওয়া বন্ধ করলে যেসব সমস্যা দেখা দেয়
ঢাকার কিডনী বিশেষজ্ঞদের তালিকা
ধ্বজভঙ্গ রোগের চিকিৎসা