Chest Disease Hospital Dhaka Address
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল
এই হাসপাতালটি ১৯৫৫ সালে টিবি হাসপাতাল হিসেবে প্রতিষ্ঠিত হয়। তবে ১৯৬২ সালে এর নাম পরিবর্তন করে রাখা হয় জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল বা এনআইডিসিএইচ। বক্ষব্যাধি চিকিৎসার জন্য শুধু ঢাকার মহাখালীতেই নয়, বাংলাদেশের মধ্যে এটি অন্যতম সুপরিচিত একটি হাসপাতাল। চিকিৎসা সেবা দেয়ার পাশাপাশি গবেষণামূলক প্রতিষ্ঠান হিসেবেও এই হাসপাতাল কাজ করে যাচ্ছে।
শ্বাস-প্রশ্বাস জনিত যেকোনো চিকিৎসার জন্য ঢাকার প্রধান হাসপাতাল গুলোর মধ্যে এটি অন্যতম। এই হাসপাতালে মোট ৭টি বিভাগ রয়েছে। এগুলো হল- রেসপিরেটরি বিভাগ, থোরাসিক সার্জারি, রেডিওলজি এবং ইমেজিং বিভাগ, প্যাথলজি ও মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, ট্রান্সফিউশন মেডিসিন, ফিজিক্যাল মেডিসিন এবং রিহেবিলিটেশন।
এছাড়া এই হাসপাতাল বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি এবং প্রশিক্ষণ সুবিধা প্রদান করে থাকে। এর মধ্যে রয়েছে যক্ষ্মা ও বক্ষব্যাধিতে ডিপ্লোমা (ডিটিসিডি), এমডি (চেস্ট), এমএস (থোরাসিক সার্জারি), এফসিপিএস (পালমোনারি), এফসিপিএস (থোরাসিক সার্জারি)।
মহাখালীর হাসপাতাল সমূহ এর মধ্যে এই হাসপাতালে ইনডোর ও আউটডোরে রোগী দেখার ব্যবস্থা সহ জরুরি এবং ডায়াগনস্টিক সুবিধা রয়েছে। প্রায় ৬৮৫ জন রোগীর থাকার ব্যবস্থা রয়েছে এই হাসপাতালে। এর মধ্যে নন-টিউবারকুলার বক্ষব্যাধি রোগীদের জন্য ১৭০টি শয্যার ব্যবস্থা রয়েছে। এছাড়া পালমোনারি যক্ষ্মা রোগীদের জন্য ৩৩০টি, হাঁপানি রোগীদের জন্য হাঁপানি কেন্দ্র ভবনে ৮৫টি এবং এমডিআর টিবি রোগীদের জন্য ৭০টি শয্যা সংরক্ষিত রয়েছে।
বক্ষব্যাধি এবং টিবি রোগে যারা ভুগছেন, তারা উন্নতমানের চিকিৎসা সেবা পেতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই হাসপাতালে চলে আসেন। কেননা বাংলাদেশে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালই একমাত্র, যেখানে রেসপিরেটরি চিকিৎসার জন্য অত্যাধুনিক মেডিকেল সুবিধা এবং সার্জারির সরঞ্জামের ব্যবস্থা রয়েছে।
যোগাযোগের তথ্য-
ঠিকানা- মহাখালী, ঢাকা, বাংলাদেশ
ফোন- ৮৮-০২-৫৫০৬৭১৩১ – ৪০
ফ্যাক্স- ৮৮-০২-৫৫০৬৭১৪৬
ইমেইল- nidch@hospi.dghs.gov.bd
বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডাক্তার লিস্ট ঢাকা
যেসকল রোগীর শ্বাসকষ্ট জনিত সমস্যায় দীর্ঘদিন যাবৎ ভুগতেছেন। রাতের বেলা যখন প্রচন্ড গতিতে কাশি বের হয় মনে হয় শরীরে সমস্ত অংশ একসাথে কেঁপে ওঠে। ঢাকার সেরা বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডাক্তারদের তালিকা এখানে পাবেন। আমরা খ্যাতিমান শিশু বক্ষব্যাধি ডাক্তারদের তালিকা গুলো সংগ্রহ করতে পারছি। জনপ্রিয় ও ইতিবাচক ঢাকা বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডাক্তারদের সম্পূর্ণ ভাবে বাছাই করা হয়েছে। ঢাকা শহরে অনেকগুলো বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডাক্তার পাবেন। তবে সেখান থেকে অবশ্যই সেরা গুলোকে সন্ধান করতে হবে। সেরা ডাক্তার গুলোকে সন্ধান করার জন্য আমরা কিছু ডাক্তার তালিকা প্রদান করব। যেখান থেকে আপনার পছন্দ অনুযায়ী ডাক্তার দেখাতে পারেন।
প্রফেসর ড. মোঃ আলী হোসেন
এমবিবিএস, এফসিপিএস (মেডি), এমডি (চেস্ট), পালমোনোলজি।
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল (NIDCH), মহাখালী, ঢাকা, বাংলাদেশ।
চেম্বারের ঠিকানা :
ল্যাবএইড হাসপাতাল , H#-01, R# নং-04, ধানমন্ডি, ঢাকা
রোগী দেখার সময় : বিকাল ৬.০০টা থেকে রাত ১০টা
অধ্যাপক ডাঃ মোঃ আতিকুর রহমান
এমবিবিএস , ডিটিসিডি , এমডি (বক্ষ)
অধ্যাপক
শ্বাস প্রশ্বাসের ওষুধ
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট
চেম্বার: এএফএমসি – সশস্ত্র বাহিনী মেডিকেল কলেজ
ফোন: + 880-2-8835981-4, 8858943, 8835966, +880 152463101
অধ্যাপক ডাঃ গোলাম মহিউদ্দিন আকবর চৌধুরী
এমবিবিএস, এফসিপিএস (সার্জারি), এফআইসিএস (মার্কিন যুক্তরাষ্ট্র)
অধ্যাপক, বক্ষ সার্জন
চেম্বার: ল্যাবয়েড বিশেষায়িত হাসপাতাল
মোবাঃ 01199809503
ডাঃ মোহাম্মদ এনামুল হক
এমবিবিএস, ডিটিসিডি, এফসিপিএস
সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান
শ্বাস প্রশ্বাসের ওষুধ
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
চেম্বার: মেডিকেল সেন্টার
ফোন: + 880-2- 9118219 (চেম্বার)
অধ্যাপক ডাঃ কেসি গাঙ্গুলি
এমবিবিএস, ডিটিসিডি, এমডি, এফসিপিএস, এমসিপিএস (ইউএসএ)
বুক, অ্যাজমা এবং মেডিসিন বিশেষজ্ঞ l
সহকারী অধ্যাপক
বক্ষ ও হাসপাতালের জাতীয় রোগ ইনস্টিটিউট (এনআইডিএইচসি)
অধ্যাপক ডাঃ একেএম মোস্তফা হোসেন
এমবিবিএস, ডিটিসিডি, এমডি (বুক), এফসিপি (ইউএসএ)
বুক, অ্যাজমা এবং মেডিসিন বিশেষজ্ঞ
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল মহাখালী, ঢাকা
ফোন: + 880-2-8333811-3
প্রফেসর ড. এম দেলোয়ার হোসেন
MBBS, MD (USA), MD (বুকের রোগ)
বক্ষব্যাধি ও হাঁপানি বিশেষজ্ঞ
বারডেম জেনারেল হাসপাতাল ও ইব্রাহিম মেডিকেল কলেজ
প্রফেসর ড. আবদুর রউফ
MBBS, MD (CHEST), FCCP (USA)
বক্ষব্যাধি, হাঁপানি ও মেডিসিন বিশেষজ্ঞ
ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজিজেস অফ দি চেস্ট অ্যান্ড হসপিটাল
প্রফেসর ড.মির্জা মোহাম্মদ হিরন
এমবিবিএস, এফসিপিএস (মেডিসিন), এমডি (চেস্ট), এফসিসিপি (ইউএসএ), এফআরসিপি (আয়ার), এফআরসিপি
বক্ষব্যাধি ও মেডিসিন বিশেষজ্ঞ
ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজিজেস অফ দি চেস্ট অ্যান্ড হসপিটাল
ডাঃ রাজশীষ চক্রবর্তী
এমবিবিএস (ডিএমসি), এফসিপিএস (মেডিসিন), এমডি (বুকের রোগ), এফসিসিপি (ইউএসএ)
বক্ষব্যাধি ও মেডিসিন বিশেষজ্ঞ
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল
প্রফেসর ড. মোঃ মহিউদ্দিন আহমেদ
এমবিবিএস, এফসিপিএস (মেডিসিন), এমডি (বক্ষব্যাধি)
হাঁপানি, এলার্জি, মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ
ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল
ডাঃ এস এম লুৎফর রহমান
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এফসিপিএস (পালমোনোলজি), ক্লিনিক্যাল ফেলো রেসপিরেটরি মেডিসিন (কানাডা)
হাঁপানি, অ্যালার্জি, ঘুমের ওষুধ ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল
প্রফেসর ড.ইকবাল হাসান মাহমুদ
MBBS, DTCD, MRIT, FRSH, FCCP, FRSM
বুক ও হাঁপানি বিশেষজ্ঞ
ইউনাইটেড হাসপাতাল, ঢাকা
প্রফেসর ড. মোঃ রফিকুল আলম
এমবিবিএস, এফসিপিএস (মেডিসিন), এমডি (চেস্ট)
চেস্ট মেডিসিন বিশেষজ্ঞ
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল
প্রফেসর ড.বিশ্বাস আখতার হোসেন
এমবিবিএস, ডিটিসিডি, এফসিপিএস
বুক ও হাঁপানি বিশেষজ্ঞ
ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজিজেস অফ দি চেস্ট অ্যান্ড হসপিটাল
ডাঃ মোঃ মশিউর রহমান সুজন
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), ডিটিসিডি (চেস্ট), সিসিডি (বারডেম), এফসিপিএস (পালমোনোলজি)
চেস্ট মেডিসিন বিশেষজ্ঞ
ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজিজেস অফ দি চেস্ট অ্যান্ড হসপিটাল
প্রফেসর ড. তারেক আলম
এমবিবিএস (ডিএমসি), এমডি (ইউএসএ)
মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ
বাংলাদেশ মেডিকেল কলেজ ও হাসপাতাল
প্রফেসর ড. শেখ শাহিনুর হোসেন
এমবিবিএস, ডিটিসিডি (চেস্ট), এমডি (চেস্ট), এফসিসিওপি (ইউএসএ)
বক্ষব্যাধি বিশেষজ্ঞ ড
ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজিজেস অফ দি চেস্ট অ্যান্ড হসপিটাল
ডা. রওশন জাহান
MBBS (DMC), MD (বুকের রোগ), DTCD, FCCP (USA)
বক্ষ ও শ্বাসযন্ত্রের মেডিসিন বিশেষজ্ঞ
ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজিজেস অফ দি চেস্ট অ্যান্ড হসপিটাল
সাম্প্রতিক মন্তব্য
#ছানা উল্যাহ
আপনাদের প্রসেস গুলো দেখে অনেক সুন্দর এবং আনন্দিত হলাম আলহামদুলিল্লাহ। আমি ফেনী থেকে বলছি আমি ডাক্তার এম এ দেলোয়ার হোসেনের সাক্ষাৎ চাই কিভাবে করতে পারি একটু জানাবেন