দৌম গাছের ঔষধি গুনাগুন - Medicinal properties of doum palm
doum palm

দৌম গাছের উপকারিতা ও ভেষজ গুণাগুণ

দৌম গাছ হচ্ছে Arecaceae পরিবারের Hyphaene গণের একটি মরু-উদ্ভিদ। দৌম গাছের উচ্চতা ৫৬ ফুট পর্যন্ত হয়। এর বাকল মোটামুটি মসৃণ, গাঢ় ধূসর বর্ণের হয়। গাছের ডাল এক মিটার দীর্ঘ হতে পারে। পাতা ১২০ থেকে ১৮০ সেমি পর্যন্ত হয়। এটি এক বীজপত্রী উদ্ভিদ।

সাধারণ নাম: ডুম গাছ

ইংরেজি নাম: doum palm and gingerbread tree

বৈজ্ঞানিক নাম: Hyphaene thebaica

বিস্তৃতি

এই গাছ উপকূলীয় উত্তর-পূর্ব আফ্রিকা, আরব উপদ্বীপ অঞ্চলে জন্মায়।

ঔষধি গুনাগুন

এর পাতায় শক্তিশালী ফাইবার রয়েছে এবং এর বিভিন্ন ব্যবহার রয়েছে। দৌম গাছের ফল, বাকল, পাতা ঔষধি গুন আছে-

১.দৌম গাছের পাতার নির্যাস স্তন ক্যানসার প্রতিরোধে সাহায্য করে। এটি ক্যানসার তৈরিকারী কোষ বৃদ্ধিতে বাধা দেয়। এ ছাড়া টিউমারের বৃদ্ধিও কমিয়ে দেয়।

২.ফলের মিশ্রণ বুকে মালিশ করলে বুকের ব্যথা কমায়। 

৩.ফল থেকে তৈরি পানীয় জন্ডিসের জন্য উপকারী।

৪.উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ফলের সজ্জা চিবানো হয়। ফলের মধ্যে থাকা অলিওরোপিয়েন উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে। এটি রক্তনালিকে শিথিল করতে সাহায্য করে। রক্ত জমাট বাঁধা প্রতিরোধ করে, অনিয়মিত হৃদস্পন্দন কমায়। এ ছাড়া করনারি আর্টারিতে রক্ত চলাচল ঠিক রাখতে কাজ করে।

৫.এর পাতা পানি দিয়ে জ্বাল করে তা চোখ ওঠা রোগ ভালো করার জন্য কাজ করে।

৬.ফল কাঁচা খেলে পেটের পীড়া, হার্ট, কিডনি রোগের নিরাময়ের জন্য ভালো কাজ করে।

৭.দৌম গাছের ফল রক্তের সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে। এটি ‘টাইপ টু’ ডায়াবেটিস প্রতিরোধ করে। দৌম গাছের ফল শরীরের স্বাস্থ্যকর টিস্যুগুলোকে সুরক্ষা দেয়।

রামবুটান এর উপকারিতা ও গুণাগুণ
লেবুর স্বাস্থ্য উপকারিতা ও পুষ্টিগুণ
তেজপাতার উপকারিতা
মারহাটিটিগা গাছ ও ফুলের গুনাগুন
শুষনি শাকের ২০ টি উপকারিতা
হেলেঞ্চা শাকের উপকারিতা
কাঁটা মান্দার গাছ
ধুতুরা ফুলের গুনাগুণ
নাগেশ্বর-Ceylon ironwood
আম আদার ঔষধি গুণাগুণ - Medicinal properties of mango ginger