ঢাকার কোথায় আতশবাজি পাওয়া যায় - Where can fireworks be found in Dhaka?

ঢাকার কোথায় আতশবাজি পাওয়া যায় - Where can fireworks be found in Dhaka?

আতশবাজি হচ্ছে নিম্নমাত্রার বিস্ফোরক (pyrotechnics) নান্দনিক এবং বিনোদনমূলক উদ্দেশ্যে বহুল ব্যবহৃত এক ধরণের বাজি। মূলত চারটি প্রাথমিক রূপ আছে আতশবাজি্র, যথা: শব্দ, আলো, ধোঁয়া এবং ভাসমান উপকরণ। এগুলি রঙিন শিখা যেমন লাল, কমলা, হলুদ, সবুজ, নীল, বেগুনি এবং সিলভার সহ নানান রঙের ঝলক (বৈদ্যুতিক স্পার্কের ন্যায়) সৃষ্টি করতে সক্ষম। বিশ্বজুড়ে বিভিন্ন প্রদর্শনী, খেলা এবং বহু সাংস্কৃতিক এবং ধর্মীয় অনুষ্ঠানে আতশবাজির ব্যবহার হয়।

উৎসব পালনে সব ধরনের সরঞ্জামের জন্য খুচরা ও পাইকারি বাজার হিসেবে বিখ্যাত পুরান ঢাকার শাঁখারিবাজার ও চকবাজার।

আতশবাজি শাখারী বাজার এ পাওয়া যায়। এক পিস আতশ বাজির দাম ২০০ টাকা। এর সামান্য কম বেশি হইতে পারে। তবে এরকম ২০০ টাকা থেকে শুরু করে লক্ষ টাকা পর্যন্ত দামের আতশ বাজি কিনতে পাওয়া যায়।

বলিউডের ছবিতে হিরো আলম
ভোগ করার বস্তু নয় ‘আমার ব্যক্তিগত জীবন’
ছেলের নামে কি কোরবানি দেবেন অপু ?
টিভিতে আর দেখা যাবে না ‘রাখি’ এবং ‘বন্ধন’ক কেন জানেন?
এই তারকারা বিচ্ছেদেই সুখী
ভুলের জন্য আমি পরম করুণাময়ের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি
ধর্মীয় কারণে অভিনয় ছাড়লেন দঙ্গল-কন্যা জায়রা
বিখ্যাত কিছু বাংলা গান-Best Bengali Song
সাকরাইন উৎসব