বাংলাদেশের সেরা সুন্দরী অভিনেত্রী-best beautiful actress of Bangladesh
best beautiful actress of Bangladesh

বাংলাদেশের সেরা ১০ সুন্দরী অভিনেত্রী-Top 10 beautiful actresses of Bangladesh

হলিউড থেকে শুরু করে বলিউডের সুন্দরী অভিনেত্রীদের সম্পর্কে তো অনেক খবর হয়েছে। তবে জানেন কি বাংলাদেশেও (Bangladesh) এমন অনেক অভিনেত্রী আছেন যাদের সৌন্দর্য এপার বাংলার মানুষের মন কেড়েছে। আজকের প্রতিবেদন থেকে জানবেন বাংলাদেশের সেরা সুন্দরী অভিনেত্রী সম্পর্কে। চলুন জেনে নিন বাংলাদেশের সেরা ১০ সুন্দরী অভিনেত্রীর নাম।

১. নুসরাত ফারিয়া-Nusrat Faria

বাংলাদেশের জনপ্রিয় ও সুন্দরী অভিনেত্রী বললে যার নাম প্রথমেই আসেন, তিনি নুসরাত ফারিয়া। যিনি দুই বাঙলাতেই সমান জনপ্রিয়। অভিনয়ের পাশাপাশি তাঁর সৌন্দযে অনেকেই পাগল। এক সময় রেডিও জকি ও মডেল হিসেবে কাজ করেন। পরবর্তীতে তিনি অভিনয়ের কারণে বেশ জনপ্রিয়তা পান। কাজ করেছেন এপার বাংলার সুপারস্টার জিতের সঙ্গেও। ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি ‘আশিকি’র মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন নুসরাত ফারিয়া। 

২. জয়া আহসান-Jaya Ahsan

টলিউডের এক সিনিয়র অভিনেত্রী হলেন জয়া আহসান। যিনি অভিনয় দিয়ে দুই বাঙলাতেই জনপ্রিয়তা অর্জন করেছেন। বর্তমানে অভিনেত্রীর বয়স ৪০। এই বয়সেও তিনি একই ভাবে সুন্দরী আছেন। বহু হিট ছবি ও ওয়েব সিরিজে তিনি কাজ করেছেন। তার অভিনীত প্রথম চলচ্চিত্র ব্যাচেলর (২০০৪)। এনেছি সূর্যের হাসি ধারাবাহিক নাটকে অভিনয়ের পর জয়া জাতিসংঘের নারী ও শিশু সহায়তা বিভাগের শুভেচ্ছা দূত হন। ২০১৬ সালে তিনি চলচ্চিত্রে অবদানের জন্য ইন্সপায়ারিং ওমেন অ্যাওয়ার্ড লাভ করেন। ২০২২ সালে বিনি সুতোয় চলচ্চিত্রের জন্য তিনি বাংলা ভাষার জনপ্রিয় সাময়িকী আনন্দলোক সেরা অভিনেত্রী সম্মাননা অর্জন করেন।

৩.মেহজাবিন চৌধুরী-Mehazabien Chowdhury

মেহজাবীন চৌধুরী বাংলাদেশের একজন মডেল ও অভিনেত্রী। তিনি ২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার থেকে বিজয়ী হয়ে মিডিয়া জগতে আসেন। বর্তমানে তিনি বিভিন্ন টিভি বিজ্ঞাপন ও নাটকে নিয়মিত অভিনয় করছেন। মেহজাবীন অভিনয়ে তার বহুমুখীতার জন্য তিনি ব্যাপকভাবে স্বীকৃত এবং তার অভিনয়ের জন্য অসংখ্য পুরষ্কার এবং সম্মাননা পেয়েছেন। বর্তমানে তিনি দুই বাঙলাতেই খুব জনপ্রিয়। অনেকের ছেলের ক্রাশ। তিনি বাংলা সিনেমার অন্যতম সেরা সুন্দরী অভিনেত্রী। এই অভিনেত্রী সোশাল মিডিয়াতেও বেশ জনপ্রিয়।

৪.পরীমনি-Porimoni

বাংলাদেশের সুন্দরী অভিনেত্রীর নাম নিলেই উঠে আসে পরীমনির নাম। ২০১২ সালে উচ্চমাধ্যমিক পাশ করার পর সিনেমা জগতে পা রাখেন এই অভিনেত্রী। এখনো পর্যন্ত বহু হিট ছবি রয়েছে তাঁর ঝুলিতে। শুধু অভিনয় নয় রূপের কারণেও তিনি দর্ষকদের মনে জায়গা করে আছেন।কর্মজীবনের চাইতে ব্যক্তিগত জীবনে পরীমনি অত্যধিক আলোচিত হলেও কর্মজীবনে তিনি নিজস্ব সাফল্যের উচ্চ শিখরে পৌঁছেছেন। পরীমনি বিভিন্ন জাতীয় পুরস্কারে বিজয়ী ও মনোনীত হয়েছেন, এছাড়াও তিনি ২০২০ সালে ফোর্বস এশিয়ার ১০০ জন সেলিব্রিটির তালিকাতেও অন্তর্ভুক্ত ছিলেন।

৫. বিদ্যা সিনহা মিম-Bidya Sinha Saha Mim

বর্তমানে বাংলাদেশের আরেক সুন্দরী ও জনপ্রিয় অভিনেত্রী হলেন বিদ্যা সিনহা মিম। তিনি একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী। বিজ্ঞাপন থেকে শুরু করে টেলিভিশন ও হিট ছবিতে কাজ করে চলেছেন তিনি। সম্প্রতি অভিনেত্রী পরীমনির সঙ্গে বিবাদের কারণে তিনি লাইমলাইটে রয়েছেন। তিনি ২০০৭ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় তিনি প্রথম-স্থান লাভ করেছিলেন। একই বছরে হুমায়ুন আহমেদ পরিচালিত আমার আছে জল চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে তার অভিষেক ঘটে। জোনাকির আলো চলচ্চিত্রে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ২০১৪ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। তিনি মৌসুমীর সাথে যৌথভাবে এই পুরস্কার অর্জন করেন, মৌসুমী তারকাঁটা চলচ্চিত্রের জন্য পুরস্কার পেয়েছিলেন।

৬.মাহিয়া মাহি-Mahia Mahi

২০১২ সালে টলিউডে আত্মপ্রকাশ করেন অভিনেত্রী মাহিয়া মাহি। এখনো পর্যন্ত বহু সুপারহিট বাংলা ছবিতে তিনি কাজ করেছেন। বাংলা সিনেমার বেশ জনপ্রিয় নাম মাহি। অভিনয়ের পাশাপাশি তিনি সেরা বাংলাদেশী সুন্দরীর তালিকায় জায়গা করে নিয়েছেন। ২০১২ সালে ভালোবাসার রঙ চলচ্চিত্রের মাধ্যমে মাহির চলচ্চিত্রে অভিষেক হয়। তিনি বাংলাদেশের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীদের একজন।

৭.আনিকা কবির শখ-Anika Kabir Shokh

বাংলা দেশের সুন্দরী অভিনেত্রীদের তালিকায় রয়েছেন আনিকা কবির শখ। এখনো পর্যন্ত তিনি বহু বিজ্ঞাপন ও ছবিতে কাজ করেছেন। এই অভিনেত্রী বাংলাদেশের অন্যতম সুন্দরী অভিনেত্রীদের একজন। তিনি ছোটবেলাতে মিডিয়ার সাথে নৃত্যশিল্পী হিসেবে জড়িত ছিলেন। শখের প্রথম টিভিনাটকে অভিনয় ২০০২ সালে শিশুশিল্পী হিসেবে স্বাক্ষর নামের একটি নাটকে। ধারাবাহিক অদ্ভুতুরে এর মাধ্যমে বড়দের চরিত্রে অভিনয় শুরু শখের। বাংলালিংক দেশ টেলিভিশন বাণিজ্যিকের মাধ্যমে বাংলাদেশী মডেল শখ বাংলাদেশী মিডিয়াতে জনপ্রিয় হয়ে ওঠে।

৮. শবনম বুবলি-Shabnam Bubli

টলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী হলেন শবনম বুবলি। শবনম ইয়াসমিন বুবলি হচ্ছেন একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী এবং প্রাক্তন সংবাদ পাঠিকা। তিনি বাংলাভিশনে সংবাদ পাঠিকা হিসাবে কর্মজীবন শুরু করেন। ২০১৬ সালে বসগিরি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পে তার অভিষেক ঘটে। চলচ্চিত্রটির মাধ্যমে তিনি শ্রেষ্ঠ নবীনশিল্পী বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেন।

৯.পূজা চেরি রায়-Puja Cheri Roy

বাংলা সিনেমার সেরা ১০ সুন্দরীদের তালিকায় রয়েছেন পূজা চেরি। শিশু শিল্পী হিসাবের বাংলা সিনেমায় কাজ শুরু করেছিলেন। পরবর্তীতে তিনি মডেল ও অভিনেত্রী হিসাবেও বেশ সুনাম অর্জন করেছেন। এই অভিনেত্রীও খুবই সুন্দরী এবং অনেকের হৃদয়ে বাস করেন। পূজা চেরি রায়  শিশুশিল্পী হিসেবে কয়েকটি চলচ্চিত্রে অভিনয়ের পর নূর জাহান (২০১৮) চলচ্চিত্র দিয়ে তার বড় পর্দায় অভিষেক ঘটে। একই বছর তিনি ব্যবসাসফল পোড়ামন ২ ও দহন চলচ্চিত্রে অভিনয় করেন।

১০.হাসনাহেনা আঁখি আঁচল-Hasna Hena Akhee Achol

ঢালিউডের অন্যতম আলোচিত নায়িকা আঁচল। ২০১১ সালে ‘ভুল’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন সুন্দরী এই অভিনেত্রী। এখন পর্যন্ত বেশ কিছু দর্শকপ্রিয় ছবি উপহার দিয়েছেন আঁচল। ভূল চলচ্চিত্রটি ২০১২ সালে দিল্লির আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হয়। তার প্রথম ব্যবসা সফল চলচ্চিত্র জটিল প্রেম।

তথ্যসূত্র: ichorepaka.in
সাদিকা পারভিন পপি এর জীবনী-Biography of Sadika Parveen Poppy
আমব্রিনা সার্জিন আমব্রিন-Biography Of Ambrina Surgeon Ambrin
মান্না এর জীবনী-Manna's biography
মেহজাবীন চৌধুরী-Mehazabien Chowdhury
সাফা কবির এর বয়স, শিক্ষা ও জীবনী-biography of Safa Kabir
নুসরাত ফারিয়া মাজহার-Nusraat Faria Mazhar