
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া হিরো আলম বলিউডের সিনেমায় কাজ করতে যাচ্ছেন। এমন খবর চাউর হয়েছিল বেশ কিছুদিন আগে। এই খবর তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন অনেকেই। এবার হিরো আলম সত্যি সত্যিই বলিউডের সিনেমায় কাজ করতে যাচ্ছেন।
২ ঘণ্টা ১০ মিনিট ব্যাপ্তিকালের একটি বলিউড ছবিতে অন্যতম ভূমিকায় দেখা যাবে তাকে।
আজ বুধবার দুপুরে ছবির পরিচালক প্রভাত কুমার ও হিরো আলমের মধ্যে এ বিষয়ে একটি চুক্তি হয়েছে। ছবির নাম ‘বিজু দ্য হিরো’। আগামী ডিসেম্বর থেকে ভারতে এর কাজ শুরু হবে। বিষয়টি নিশ্চিত করেছেন ছবির পরিচালক প্রভাত কুমার।
তিনি আমাদের সময় অনলাইনকে বলেন, 'আমার ছবিতে হিরো আলমের মতো হালকা-পাতলা ধরনের একজন অভিনেতা দরকার। পুরো ছবির গল্প তাকে ঘিরেই এগিয়ে যাবে। এই ছবিতে একজন বলিউডের অভিনেত্রীও অভিনয় করবেন’।
হিরো আলম এর আগে বাংলাদেশে ‘মার ছক্কা’ নামে একটি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। এই ছবির মাধ্যমেই বড় পর্দায় প্রথম দেখা মিলে তার।