তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা পরিচিতি
স্থাপিত:১৯৬৩
প্রতিষ্ঠাতা: তা’মীরুল মিল্লাত ট্রাস্ট।
শিক্ষার্থী ১২,০০০
ভিপি:মিসবাউল হাসান শাওন
অধ্যক্ষ:মাওলানা যাইনুল আবেদীন
মূল ক্যাম্পাস:
তা‘মীরুল মিল্লাত কামিল মাদরাসা, ঢাকা।
৩১৫, মীরহাজিরবাগ, কাজীবাড়ী, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪।
ফোন:অফিস: +8801846736382, +8801816593084, +8801558268883
ছাত্রাবাস: +8801779571100, +8801712124566
ইয়াতিম খানা: +8801719066029
ই-মেইল: tamirulmillat63@gmail.com
ক্যাম্পাস সমূহ:
তা’মীরুল মিল্লাত এর বর্তমান মোট ৪ টি স্বতন্ত্র ক্যাম্পাস রয়েছে
(১)মূল ক্যাম্পাস:ঢাকা মহানগরীর পূর্ব দক্ষিণ উপকন্ঠে যাত্রাবাড়ী সংলগ্ন মীরহাজীরবাগে অবস্থিত।
(২)মহিলা ক্যাম্পাস:ঢাকার অদুরে মাতুয়াইল এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে ক্যাম্পাস অবস্থিত।
(৩)টঙ্গী ক্যাম্পাস:গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী থানার অন্তর্গত গাজীপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ক্যাম্পাসটি অবস্থিত ।
(৪) বালিকা ক্যাম্পাস, টঙ্গী
“তা’মীরুল মিল্লাত ট্রাস্ট” পরিচালিত তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা একটি যুগশ্রেষ্ঠ্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। দেশের দ্বিমুখী শিক্ষা ব্যবস্থার প্রেক্ষাপটে ইসলামী ও আধুনিক শিক্ষার বাস্তব সমন্বয় সাধন করে ইসলামী আদর্শের বুনিয়াদে এই প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে। ইসলামী জীবনদর্শন, সংস্কৃতি, ঐতিহ্য, মূল্যবোধ, অর্থনীতি, সমাজনীতি ও আন্তর্জাতিকবাদের সম্যক ধারণা দিয়ে মুসলিম সন্তানদেরকে আদর্শ নাগরিক রূপে গড়ে তোলা, বিশেষ করে নৈতিক অবক্ষয় থেকে তরুন সমাজকে রক্ষা করে চারিত্রিক উৎকর্ষ ও মূল্যবোধ তৈরীর বাস্তব উদ্যোগই হচ্ছে- “তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা”।
১৯৬৩ সালের একটি ঐতিহাসিক মূহুর্তে মাদরাসাটির শুভ যাত্রা শুরু হয়। কালের বিবর্তনে মহান আল্লাহ্র মেহেরবাণীতে আজ তা পত্র-পল্লবে সুশোভিত হয়ে বিরাট মহীরূহে পরিণত হয়েছে। মানসম্মত শিক্ষা ও নববী আদর্শ বিস্তারে তা‘মীরুল মিল্লাত কামিল মাদরাসা যখন সফলতার সাথে এগিয়ে চলেছে তখন দেশবাসির দাবী অনুযায়ী টঙ্গীতে আরো একটি বালক ও বালিকা ক্যাম্পাস এবং ঢাকার অদূরে মাতুয়াইলে একটি স্বতন্ত্র মহিলা ক্যাম্পাস করা হয়। বর্তমানে মীরহাজিরবাগ মূল ক্যাম্পাসের সাথে আলাদা বালিকা শাখা চালু করা হয়েছে। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১০ সাল থেকে দুটি বিষয়ে ৪ বছর মেয়াদী ফাযিল সম্মান (অনার্স) কোর্স ও ১ বছর মেয়াদী মাস্টার্স খোলা হয়েছে।
যুগের চাহিদার সাথে সংগতি রেখে দাখিল ও আলিম স্তরে বিজ্ঞান ও আইসিটি বিভাগ এবং কামিল এম.এ শ্রেণীতে হাদীস, তাফসীর, ফিকহ ও আদব বিভাগ চালু করা হয়েছে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত সকল পরীক্ষায় “তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার” সাফল্য উল্লেখযোগ্য। বিগত বছরগুলোতে বাংলাদেশের সেরা দশ শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় প্রতিষ্ঠানটি শীর্ষ স্থানে থাকার গৌরব অর্জন করতে সক্ষম হয়েছে
সাম্প্রতিক মন্তব্য
#Sazzadur Rahman
Iam fuvorite millat#ইমাম হোসেন
আলহামদুলিল্লাহ্। সবাই ভালো বলে। আমি ও ভালো বলি। কিন্তু আমার সন্তান কে ভর্তির কোন ব্যাবস্থা পাচ্ছি না। 01855755244#হাফিজুর রহমান
আল্লাহুম্মা আমিন ।