এসএসসি পরীক্ষার রুটিন ২০২৫-SSC Exam Routine 2025
SSC Exam Routine 2023

SSC Exam Routine 2023

এস এস সি পরীক্ষার রুটিন ২০২৩

এসএসসি পরীক্ষার রুটিন ২০২৩-সকল বোর্ডের এসএসসি পরীক্ষার নতুন রুটিন ২০২৩ নিচে দেওয়া হল। অবশেষে শিক্ষাবোর্ড হতে ২০ ফেব্রুয়ারি ২০২৩ ইং তারিখে প্রকাশিত হল এসএসসি পরীক্ষার নতুন রুটিন। এস এস সি পরীক্ষা শুরু হবে ৩০ এপ্রিল ২০২৩ ইং তারিখে এবং শেষ হবে ২৩ মে ইং তারিখে। এবার পরীক্ষার সময় থাকবে ৩ ঘন্টা এবং পরীক্ষা শুরু হবে ১০:০০ টায় এবং শেষ হবে ১:০০ টায়। আপনি চাইলে এই লেখাটি থেকে এসএসসি পরীক্ষার রুটিন ডাউনলোড করতে পারেন। এসএসসি রুটিন সম্পর্কে আপডেট তথ্য পেতে আমাদের সাথেই থাকুন।

এসএসসি রুটিন ২০২৩ pdf ডাউনলোড করতে পারবেন।

দাখিল পরীক্ষার রুটিন ২০২৩

প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর দিন অর্থাৎ ৩০ এপ্রিল বাংলা ১ম পত্র, ২ মে বাংলা ২য় পত্র, ৩ মে ইংরেজি ১ম পত্র, ৭ মে ইংরেজি ২য় পত্র, ৯ মে গণিত, ১০ মে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ১১ মে ধর্ম শিক্ষার পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এছাড়া ১৪ মে পদার্থ বিজ্ঞান, ১৫ মে গার্হস্থ্য বিজ্ঞান, ১৬ মে রসায়ন, ১৭ মে ভূগোল ও পরিবেশ, ১৮ মে জীববিজ্ঞান, ২১ মে বিজ্ঞান, ২২ মে হিসাববিজ্ঞান ও ২৩ মে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সংগীতসহ অন্য সব বিষয়ে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ২৪ মে। ৩০ মে’র মধ্যে সব ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে।

শিক্ষার্থীদের সুবিধার্তে এসএসসি পরীক্ষা ২০২৩ রুটিন নিচে তুলে ধরা হলো-

বাংলা প্রথম পত্র –৩০ এপ্রিল

বাংলা দ্বিতীয় পত্র – ২ মে

ইংরেজি প্রথম পত্র – ৩ মে

ইংরেজি দ্বিতীয় পত্র – ৭ মে

গণিত- ৯ মে

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি – ১০ মে

ধর্ম - ১১ মে

পদার্থবিজ্ঞান/ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা/ফিন্যান্স ও ব্যাংকিং– ১৪ মে

গার্হস্থ্য বিজ্ঞান- ১৫ মে

রসায়ন /পৌরনীতি ও নাগরিকতা /ব্যবসায় উদ্যোগ– ১৬ মে

ভূগোল ও পরিবেশ – ১৭ মে

জীববিজ্ঞান /অর্থনীতি – ১ মে

বিজ্ঞান / উচ্চতর গণিত – ২১ মে

হিসাববিজ্ঞান – ২২ মে

বাংলাদেশ ও বিশ্ব পরিচয় – ২৩ মে

এসএসসি পরীক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ২৪ মে । ৩০ মে’র মধ্যে সব ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে।

আরো পড়ুন:  এসএসসি ভোকেশনাল পরীক্ষার রুটিন ২০২৩


এসএসসি পরীক্ষা কবে

২০২৩ সালের এসএসসি পরীক্ষার কেন্দ্রতালিকা প্রকাশ করা হয়েছে।  এছাড়াও প্রকাশ হয়েছে ২০২৩ সালের এসএসসি পরীক্ষার রুটিন। এপ্রিল মাসের ৩০ এপ্রিল থেকে এসএসসি পরীক্ষা শুরু হবে। ফেব্রুয়ারী মাসের ২০ তারিখে এসএসসি পরীক্ষার রুটিন ২০২৩ প্রকাশ করা হয়েছে। 

কয়টি বিষয়ে ২০২৩ সালের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে?

অনেকেই জানতে চেয়েছেন ২০২৩ সালের এসএসসি পরীক্ষা কতটি বিষয়ে হবে। এবং জানতে চেয়েছেন কত মার্কের এসএসসি পরীক্ষা হবে। জানা গেছে ২০২৩ সালেরর এসএসসি পরীক্ষা সব বিষয়ে অনুষ্ঠিত হবে। এবং জানা গেছে (আইসিটি) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা ৫০ মার্কের অনুষ্ঠিত হবে এছাড়া বাকি সব বিষয়ে ১০০ মার্কের অনুষ্ঠিত হবে।

২০২৩ সালের এসএসসি পরীক্ষার কত মার্কের হবে?

২০২৩ সালেরর এসএসসি পরীক্ষা ১০০ মার্কের অনুষ্ঠিত হবে। শুধুমাত্র (ICT) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা ৫০ মার্কের অনুষ্ঠিত হবে।

New SSC Routine 2023,Last Update SSC Routine 2023,ssc routine 2023 rajshahi board,ssc routine 2023 dinajpur board,ssc routine 2023 mymensingh board,ssc routine 2023 sylhet board,ssc vocational exam routine 2023,2023 সালের এসএসসি পরীক্ষার সময়সূচি,2023 সালের পরীক্ষার্থীদের রুটিন,এসএসসি ও সমমান পরীক্ষার রুটিন ২০২৩,এসএসসি ২০২৩ রুটিন প্রকাশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-University of Chittagong
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিজ্ঞপ্তি ২০২৩-২০২৪
বাংলাদেশের সেরা ১০ টি পাবলিক বিশ্ববিদ্যালয়
কামিল পরীক্ষার রুটিন ২০২৪-Kamil Exam Routine 2024
স্কুল,কলেজ, মাদ্রাসা ও ব্যাংক ছুটির তালিকা ২০২৪ - school, college, madrasa and bank Holiday List 2024
এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকা-List of the best universities in Asia
প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ পরীক্ষার সময়সূচি ২০২৪
বাংলাদেশের সেরা ১০ টি বেসরকারি বিশ্ববিদ্যালয়
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ফাজিল পরীক্ষার সময়সূচী ২০২৪
এইচএসসি পরীক্ষার রুটিন ২০২৪ -HSC Exam Routine 2024