সরকারি নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২০২৪
Nursing Admission Circular 2023-2024
বিএসসি নার্সিং, ডিপ্লোমা নার্সিং, ডিপ্লোমা মিডওয়াইফারী এই তিনটি ক্যাটাগরীতে নার্সিং ভর্তি কোর্স রয়েছে।
বাংলাদশে নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল তিন বছর মেয়াদী মিডওয়াইফারি ডিপ্লোমা এবং চার বছর মেয়াদী বিসএসসি নার্সিংয়ের জন্য অনলাইনে আবেদন শুরু হয়েছে । ন্যূনতম যোগ্যতা থাকতেই প্রার্থীরা আবেদন করতে পারবেন ।
নার্সিং ভর্তির যোগ্যতা
নাগরিকত্ব: আপনাকে অবশ্যই একজন বাংলাদেশী নাগরিক হতে হবে।
বয়স: সমস্ত ডিপ্লোমা এবং বিএসসি প্রোগ্রামের জন্য আপনার বয়স সর্বোচ্চ 22 বছর হওয়া উচিত।
শিক্ষা: আপনাকে অবশ্যই ২০২২ বা ২০২৩ সালে আপনার HSC বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আপনার SSC বা সমমানের জন্য, পরীক্ষার বছরটি ২০২০ বা ২০২১ হতে হবে।
4 বছরের ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিং (বিএসসি ইন নার্সিং) এর জন্য আপনাকে বিজ্ঞান গ্রুপে আপনার এসএসসি এবং এইচএসসি স্তরগুলি সম্পূর্ণ করতে হবে। SSC এবং HSC উভয় স্তরের জন্য আপনার ন্যূনতম মোট GPA 7.00 থাকতে হবে। অতিরিক্তভাবে, SSC এবং HSC উভয় স্তরেই আপনার একটি পৃথক ন্যূনতম মোট GPA 3.00 এবং জীববিজ্ঞানে ন্যূনতম 3.00 GPA প্রয়োজন৷
3 বছরের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি বা ডিপ্লোমা ইন মিডওয়াইফারির জন্য, আপনি যে কোনও গ্রুপ থেকে এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমানের পাস নিয়ে আবেদন করতে পারেন। উভয় পরীক্ষায়, সর্বনিম্ন মোট জিপিএ 6.00 হতে হবে এবং প্রতিটির জন্য ন্যূনতম জিপিএ কমপক্ষে 2.50 হতে হবে।
আবেদন শুরু তারিখ: ১৫ মার্চ ২০২৪ খ্রিঃ
আবেদনের শেষ তারিখ: ১৩ এপ্রিল ২০২৪ খ্রিঃ
আবেদন ফি প্রদানের শেষ তারিখ: ১৫ এপ্রিল ২০২৪ খ্রিঃ
অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু: ১৮ মে ২০২৪ খ্রিঃ
ভর্তি পরীক্ষা: ২৬ মে ২০২৪ খ্রিঃ সকাল 10:00 am - 11:00 am
অফিসিয়াল ভর্তির ওয়েবসাইট: bnmc.teletalk.com.bd
ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিং (বিএসসি ইন নার্সিং) – বিজ্ঞান বিভাগে এসএসসি ও এইচএসসি বা সমমানের
পরীক্ষায় সর্বমােট নূন্যতম জিপিএ ৭.০০ থাকতে হবে। তবে কোন পরীক্ষায় জিপিএ (G PA) ৩.০০ এর কম গ্রহণযােগ্য হবে না। এবং উভয় পরীক্ষায় জীববিজ্ঞানে নূন্যতম জিপিএ ৩.০০ থাকতে হবে।
ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি – যে কোন বিভাগ হতে এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় সর্বমােট নূন্যতম জিপিএ (G PA) ৬.০০ থাকতে হবে। তবে কোন একটি পরীক্ষায় নূন্যতম জিপিএ ২.৫০ এর কম গ্রহণযােগ্য হবে না। ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে শুধু নারী প্রার্থী আবেদন করতে পারবে।
সাম্প্রতিক মন্তব্য
#jhinuk Khan
ইনশাআল্লাহ নার্সিং কোর্স করবো#মো: গোলাম ইমরান
ইনশাআল্লাহ ডিপ্লোমা কোর্স করবো#ইকবাল হোসেন
ইনশাআল্লাহ নাসিং কোর্স করবো