র্যালি, কেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে ঝিনাইদহে যুব মহিলা লীগের ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। যুব মহিলা লীগ জেলা শাখার উদ্যোগে আজ সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে মুজিব চত্বরে গিয়ে শেষ হয়। পরে বঙ্গবন্ধু প্রতিকৃতি পুষ্পমাল্য অর্পণ করা হয়।
শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সালাম ইয়াছমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও শৈলকুপা-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যুব মহিলা লীগ শৈলকুপা উপজেলা শাখার সভাপতি আফরোজা নাসরিন লিপি, কোটচাঁদপুর উপজেলা শাখার সভাপতি সাদিয়া আক্তার পিংকি, যুব মহিলা লীগ নেতা তিশী আফরোজ চায়না, নাজমুন নাহার, কাকলী বেগম, সুলতানা জাহান, রাশিদা আক্তার প্রমুখ। আলোচনা সভা শেষে কেক কাটা হয়।