বরগুনার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ জিকু শীলকে আবারও বদলী করা হয়েছে। স্বাস্থ্য বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তার বদলীর আদেশ বাতিলের দাবী জানিয়েছেন ভুক্তভোগীরা।
জানাগেছে, আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার পদে থাকার কথা ২১ জনের। আছেন মাত্র ৪ জন। এরা হলেন ডাঃ শাকিলা আক্তার, ডাঃ মোঃ শাহাদাৎ হোসেন, ডাঃ জিকু শীল ও ডাঃ ইমদাদুল হক চৌধুরী। এরমধ্যে গত মাসের ১৬ তারিখ জিকু শীলকে বরগুনা সদর হাসপাতালে বদলী করে বরিশাল বিভাগীয় অফিস। তখন স্থানীয় নাগরিক সমাজ চিকিৎসক সংকটের দ্রুত সমাধান ও চিকিৎসক বদলীর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করে। এরপর গত ৩০ মে জিকু শীলের বদলী আদেশ প্রত্যাহার করেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য বিভাগ। এই বদলী আদেশের ২৫ দিনের মাথায় গত ২৫ জুন মঙ্গলবার পুনঃরায় আবার ডাঃ জিকু শীলকে ঢাকা স্বাস্থ্য অধিদপ্তর থেকে বরগুনা সদর হাসপাতালে বদলী করা হয়। পত্রে ডাঃ জিকু শীলকে (আজ) শনিবার বরগুনা সদর হাসপাতালে যোগদান করতে বলা হয়। ২৫ দিনের মাথায় ডাঃ জিকু শীলকে আবার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে বরগুনা সদর হাসপাতালে বদলী করায় চিকিৎসক সংকট দেখা দিয়েছে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। স্বাস্থ্য বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ডাঃ জিকু শীলের বদলী আদেশ প্রত্যাহার করার জন্য দাবী জানিয়েছেন ভোক্তভোগীরা।
ডাঃ জিকু শীল মুঠোফোনে বলেন, প্রথম বদলীর আদেশ বাতিল হওয়ার ২৫ দিনে পরে আবার আমাকে বদলী করা হয়েছে। আমি শনিবার বরগুনা সদর হাসপাতালে যোগদান করেছি।
আমতলী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শংকর প্রসাদ অধিকারী জানান, এমনিতেই আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট রয়েছে। প্রতিদিন বহিঃবিভাগ ও আন্তঃবিভাগ মিলে প্রায় ২’শ থেকে ২’শ ৫০ জন রোগীর চিৎিসা দিতে হয়। এই মুহুর্তে মেডিকেল অফিসার ডাঃ জিকু শীলকে বদলী করায় রোগীদের সেবা দিতে সমস্যা সৃষ্টি হবে।
আমতলী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ গোলাম সরোয়ার ফোরকান বলেন,এমনিতেই আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সংকট। সেই মুহুর্তে চিকিৎসক বদলী দুঃখজনক। আমি ডাঃ জিকু শীলের বদলীর আদেশ প্রত্যাহারের দাবী জানাই।