
চরফ্যাসনে মোটরসাইকেলের ধাক্কায় রিক্সার যাত্রী জাকির হোসেন(৫০) নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল চালক শাহাজান(৩২) । আজ শনিবার চরফ্যাসন সরকারী কলেজ সড়কের আনসারিয়া সরকারী প্রাথমিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাকির হোসেন কুলসুমবাগ এলাকার মৃত শাহে আলম মাঝির ছেলে। আহত চালক শাহজাহান চরফ্যাসন বাজারের হেমিওপ্যাথিক ব্যবসায়ী বলে জানাগেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে তিনি নিজ বাড়ি থেকে চরফ্যাসন সদরে আসার পথে আনসারিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় এলাকায় আসলে পিছন থেকে আসা দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দেয় । এতে চালকসহ দুজনই রাস্তায় ছিটকে পরে গুরুতর আহত হন। স্থানীয়রা গুরুতর আহতদেরকে উদ্ধার করে চরফ্যাসন হাসাতালে আনার পরে চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বরিশাল নেয়ার পথে লালমোহন নামক স্থানে জাকির হোসেন মারা যান।
চরফ্যাসন থানার ওসি শামসুল আরেফিন জানান, সড়ক দূর্ঘটনায় বৃদ্ধ নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন