নানা আয়োজনের মধ্য দিয়ে বাবুগঞ্জে বাংলাদেশ আওয়ামী লীগের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল বিকেল ৪টায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল,সাধারণ সম্পাদক সরদার মোঃ খালেদ হোসেন স্বপনসহ সিনিয়র নেত্রীবৃন্দের নেতৃত্বে দলীয় সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের সমন্বয়ে এক বর্ণাঢ্য র্যালী উপজেলার দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে থানা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে দোয়া মোনাজাত ও মিষ্টি বিতরণের মধ্য দিয়ে শেষ হয়।
এর আগে দলীয় কার্যালয়ে যুবলীগের সভপতি মোস্তফা কামাল চিশতির সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল মন্নান হাওলাদার, শাহীনুর রহমান শিকদার,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসি, যুগ্ন সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সমম্পাদক মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান, দপ্তর সম্পাদক পরিতোষ পাল, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর রহমান, প্রচার সম্পাদক শাহ আলম সিকদার,মাধবপাশা ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, দেহেরগতি ইউনিয়ন আ’লীগ সভাপতি আব্দুর রশিদ মোল্লা,সিনিয়র সহ-সভাপতি মাঝি মোঃ মাসুম রেজা, সাধারন সম্পাদক কাজী শুভ, কেদারপুর ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম মাসুম মৃধাসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের সকল নেতকর্মীসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।