চরফ্যাসন হাসপাতালে চিকিৎসাধীন মো. হোসেন(৪০) নামের এক রোগী সন্ত্রাসী হামলার শিকার হয়েছে। খবর পেয়ে পুলিশ হামলাকারী মামুন ও তার সহযোগী রিয়াজকে ঘটনাস্থল থেকে আটক করেছে। আজ রোববার দুপুরে হাসপাতালে পুরুষরোগী ওয়ার্ডে এ হামলার ঘটনা ঘটে।
হামলায় আক্রান্ত রোগী মো. হোসেন জানান, গত শুক্রবার দুপুরে আবুবক্করপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে জমির মালিকানা বিরোধের জের ধরে মামুন ও রিয়াজরা তার উপর প্রথম হামলা করে। হামলায় গুরুতর আহত মো. হোসেনকে ওইদিন চরফ্যাসন হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির তিনদিন পর আজ রবিবার দুপুরে পূর্বের হামলাকারীরা তার উপর দ্বিতীয় দফায় হামলা চালিয়ে আহত করেন। হামলাকারীরা হাসপাতাল স্টাফ, রোগী এবং রোগীর স্বজনদের ভীরের মধ্যে আকষ্মিক হামলা চালিয়ে চিকিৎসাধীন মো. হোসেনকে পিটিয়ে গুরুতর জখম করে। ঘটনার আকষ্মিকতায় চিকিৎসাধীন রোগী ও স্বজনদের মধ্যে আতংক ছড়িয়ে পরে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সিরাজুল ইসলাম জানান, হাসপাতালে ভর্তি রোগীর উপর হামলার খবর পেয়ে তিনি তাৎক্ষণিক বিষয়টি চরফ্যাসন থানাকে অবহিত করেন। পুলিশ ঘটনাস্থলে পৌছে দুই হামলাকারী মামুন ও রিয়াজকে আটক করে থানায় নিয়ে যান। চরফ্যাসন থানা অফিসার ইনচার্জ ওসি সামসুল আরেফীন বলেন, আটক দু’জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।