আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইনমন্ত্রী আনিসুল হক এমপি বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের চাকা ঘুরতে শুরু করেছে। উন্নয়নের এই চাকা ঘুরতেই থাকবে। দেশে কেউ উন্নয়নের এই ধারা থেকে বাদ যাবে না।
বৃহষ্পতিবার চরফ্যাসনে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের আনুষ্ঠানিক উদ্বোধণ উপলক্ষে ব্রজগোপাল টাউন হলে আয়োজিত সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেছেন। জেলা ও দায়রা জজ আদালত আয়োজিত সুধি সমাবেশে আইনমন্ত্রী আরো বলেন, শেখ হাসিনা পদ্মাসেতু বানিয়েছেন। শেখ হাসিনা বাংলাদেশকে আনবিক শক্তির দেশ হিসেবে পরিচিত করছেন। শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে সারা বিশ্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে। ২০০৫ সনে জাতীয় বাজেট ছিল ৬১ হাজার ৫৮ কোটি টাকা।
তের বছর ব্যবধানে আজ বাংলাদেশের বাজেট দাড়িয়ে ৫ লক্ষ ২৩ হাজার কোটি টাকা। বিশেষ অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেছেন, চরফ্যাসনে অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতসহ অন্যান্য আদালতের কার্যক্রম চালু করায় এখানকার দরিদ্র মানুষের বছরে অতিরিক্ত ২৪ কোটি টাকার খরচ সাশ্রয় হয়েছে। কমেছে দুর্ভোগ।
সিনিয়র জেলা ও দায়রা জজ ফেরদাউস আহমেদ-এর সভাপতিত্বে সুধি সামাবেশে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বিশেষ অতিথির বক্তব্য রাখেন। অন্যান্যদের মধ্যে আাইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, মনপুরা উপজেলা চেয়ারম্যান সেলিনা আকতার, আইনজীবী সমিতির সাধারন সম্পাদক মুজাম্মেল হক প্রমূখ। সুধি সমাবেশের আগে আইনমন্ত্রী চরফ্যাসন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত, চরফ্যাসন আইনজীবী সমিতির কার্যালয় উদ্বোধন করেন। এসময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি মন্ত্রীর সাথে ছিলেন।