
চরফ্যাসনে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে বৃহস্পতিবার শুরু হচ্ছে। আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বৃহষ্পতিবার সকাল ১১ টায় প্রধান অতিথি হিসেবে চরফ্যাসন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের কার্যক্রম উদ্বোধন করবেন। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক উপমন্ত্রী সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি এসময় উপস্থিত থাকবেন।
জানাগেছে, আইনমন্ত্রী বৃহস্পতিবার সকালে চরফ্যাসন আদালত চত্বরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করবেন। দুপুরে আইনমন্ত্রী ব্রজগোপাল টাউন হলে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন। বিশেষ অতিথির বক্তব্য রাখবেন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক উপমন্ত্রী সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি।