৪৮ ঘন্টা পরে প্রার্থীতা ফিরে পেয়েছেন আওয়ামীলীগ প্রার্থী রেজবী
আওয়ামীলীগ মনোনিত প্রার্থী রেজবী-উল-কবির জোমাদ্দার

নির্বাচন কমিশন কর্তৃক বাতিল হওয়ার ৪৮ ঘন্টা পরে তালতলী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী রেজবী-উল-কবির জোমাদ্দারের প্রার্থীতা ফিরিয়ে দিয়েছে হাইকোর্ট। 


জানাগেছে, সরকারী কাজে বাঁধা ও নির্বাচনী আচরন বিধি লঙ্ঘনের দায়ে শনিবার রাতে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী রেজবী-উল-কবির জোমাদ্দারের প্রার্থীতা বাতিল করে নির্বাচন কমিশন। রবিবার কমিশনের এ সিন্ধান্তের বিরুদ্ধে ও প্রার্থীতা ফিরে পেতে হাইেেকার্টে আবেদন করেন আওয়ামীলীগ মনোনিত প্রার্থী রেজবী-উল-কবির জোমাদ্দার। রবিবার ইসি কর্তৃক প্রার্থীতা বাতিল বিষয়ে হাইকোর্টের ষষ্ঠ বেঞ্চে শুনানী জন্য আবেদন করেন প্রার্থী রেজবী। সংশ্লিষ্ট বিচারপতি এ বিষয়ে শুনানী না করে নির্বাচন সংক্রান্ত আদালত হাইকোর্টের নবম বেঞ্চে শুনানীর জন্য পাঠিয়ে দেন। সোমবার দুপুরে হাইকোর্টর নবম বেঞ্চে প্রার্থীতা বাতিল আদেশের বিরুদ্ধে শুনানী হয়। বিচারপতি কেএম জেবি হাসান ও বিচারপতি খায়রুল আলম শুনানী শেষে ইসি কর্তৃক প্রার্থীতা বাতিলের আদেশ স্থগিত করে রেজবী-উল-কবির জোমাদ্দারের প্রার্থীতা বৈধ ঘোষনা করেন।


তালতলী উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার দিলীপ কুমার হালদার জানান, সরকারী কাজে বাঁধা ও নির্বাচনী আচরন বিধি লঙ্ঘনের দায়ে ইসি প্রার্থী রেজবী-উল-কবির জোমাদ্দারের প্রার্থীতা বাতিল করেছিল। মৌখিকভাবে শুনেছি এ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে প্রার্থীতা ফিরে পেয়েছেন প্রার্থী রেজবী-উল-কবির জোমাদ্দার। আমি এখন পর্যন্ত এ সংক্রান্ত কোন চিঠি হাতে পাইনি।


আওয়ামীলীগ মনোনিত প্রার্থী তালতলী উপজেলা আওয়ামীলীগ সভাপতি রেজবী-উল-কবির জোমাদ্দার বলেন, অন্যায়ভাবে আমার প্রার্থীতা বাতিল করেছিল নির্বাচন কমিশন। হাইকোর্টে আপিল করে আজ আমি আমার প্্রার্থীতা ফিরে পেয়েছি।


উল্লেখ্য গত ১২ জুন বুধবার সন্ধ্যার পর থেকে রাত ১১টা পর্যন্ত তালতলী উপজেলার নিদ্রা স্লুইজ বাজার এলাকায় কয়েক দফায় নৌকা সমর্থক ও আনারস সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশ ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ঘটনাস্থলে গেলে তাদের উপর হামলার ঘটনা ঘটে।

বাবুগঞ্জে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের বরণ করে নিল অফিসার্স ক্লাব
চরফ্যাসন প্রেসক্লাবের কমিটি গঠন
চরফ্যাসনে দুই পুলিশ উপ-পরির্দশকের করোনা সনাক্ত
চরফ্যাসনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন
চরফ্যাসনে ৬ দফা দাবীতে ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির স্মারক লিপি প্রদান
চরফ্যাসনে বিএনপির মেয়র প্রার্থীসহ ৩ কাউন্সিলরের মনোনয়ন বৈধ ঘোষণা
চরফ্যাসনে ইউপি সদস্যর পরিবারের হামলায় আহত বৃদ্ধ দাম্পত্তি
চরফ্যাসনের দক্ষিণ আইচায় বাবা-মেয়েকে কুপিয়ে জখম
চরফ্যাসনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
ভোলায় নিহত যুবলীগ নেতা টিটু হত‌্যাকারী‌দের দ্রুত গ্রেফতার ও বিচা‌রের দা‌বি‌তে সংবাদ স‌ম্মেলন