বিদায়ী ও নবাগত নির্বাহী অফিসারকে সংবর্ধনা
বিদায়ী ও নবাগত নির্বাহী অফিসারকে সংবর্ধনা অনুষ্ঠনে বক্তব্য রাখেন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম সরোয়ার ফোরকান

আমতলী উপজেলা পরিষদের উদ্যোগে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ সরোয়ার হোসেন ও নবাগত নির্বাহী অফিসার মোসাঃ মনিরা পারভীন’কে  সংবর্ধনা দেয়া হয়েছে। 


রবিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ গোলাম সরোয়ার ফোরকানের সভাপতিত্বে  বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান, বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ সরোয়ার হোসেন, নবাগত ইউএনও মোসাঃ মনিরা পারভীন, উপজেলা ভাইস চেয়ারম্যান মজিবর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, ইউপি চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধা, এ্যাড. আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম, মোঃ আখতারুজ্জামান বাদল, মোঃ বোরহান উদ্দিন মাসুম তালুকদার, মোঃ হারুন অর রশিদ,  উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম মৃধা, সমাজসেবা কর্মকর্তা মোঃ হেমায়েত উদ্দিন, রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি হারুন অর রশিদ, এনএসএস নির্বাহী পরিচালক এ্যাড. শাহাবুদ্দিন পান্না, প্রেসক্লাব সাধারণ সম্পাদক এম সাঈদ খোকন প্রমুখ। 


সংবর্ধনা সভায় নবাগত ও বিদায়ী অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষক, পৌর কাউন্সিলর, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুধীজনরা উপস্থিত ছিলেন।


বাবুগঞ্জে নদী ভাঙনে হারিয়ে যাওয়া বিদ্যালয় পরিদর্শন করেন বরিশাল বিভাগীয় কমিশনার
লাইভ শোতে অতিথির মৃত্যু
আমতলীতে শিশু কন্যা ধর্ষনের শিকার! মামলা তুলে নিতে জীবন নাশের হুমকি
আমতলীতে গাঁজাসহ গ্রেফতার-২
আমতলীতে অগ্নিকান্ডে ৯ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই
বাঁচানো গেলো না ট্রাফিক সার্জেন্ট কিবরিয়াকে
চরফ্যাসনে শিক্ষক পরিবারের ওপর হামলা, আহত -৭
চরফ্যাসনে অন্যের সনদে সহকারী গ্রন্থগারিক পদে মাদ্রাসায় নিয়োগের অভিযোগ
চরফ্যাসনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
চরফ্যাসনে এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে যমজ দুই বোন