নদী ভাঙ্গন রোধ ও বেকারত্বের স্থায়ী সমাধান করা হবে --গোলাম কিবরিয়া টিপু
লাঙ্গল প্রতীক নিয়ে সাবেক সাংসদ গোলাম কিবরিয়া টিপুর নির্বাচনী প্রচারণা
বৈরী আবহাওয়া, গুড়ি গুড়ি বৃষ্টি আর কনকণে শীতকে উপেক্ষা করে বাবুগঞ্জ-মুলাদীতে চলছে মহাজোট সমর্থীত বরিশাল-৩ আসনের মনোনিত লাঙ্গল প্রতীক নিয়ে সাবেক সাংসদ গোলাম কিবরিয়া টিপুর নির্বাচনী প্রচারণা। টিপু গতকাল মুলাদী উপজেলার চর কালে খা, মাদ্রাসা বাজার, নমরহাট, গাছুয়া ইউনিয়ন, মুলাদী পৌরসভাসহ বেশ কয়েকটি স্থানে উঠান বৈঠক ও গণসংযোগ করেছেন।

মুলাদীতে নির্বাচনী প্রচারণায় সাবেক সাংসদ গোলাম কিবরিয়া টিপু বলেন, “নদী বেষ্টীত বাবুগঞ্জ-মুলাদীতে পূর্বের যেকোন সময়ের তুলনায় ভাঙ্গন তীব্র আকার ধারণ করেছে, শুধু তাই নয় বেড়েছে বেকারত্বের হার। আপনারা যদি আমাকে আবার নির্বাচিত করেন তাহলে নদী ভাঙ্গন রোধ ও বেকারত্বের স্থায়ী সমাধান করা হবে। প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষ আজ চরম অবহেলিত। রাস্তাঘাটের বেহাল দশা।

জেলা শহরের সাথে প্রত্যন্ত অঞ্জলের মানুষ প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন। বিশেষ করে বর্ষা মৌসুমে আপনাদের দূর্ভোগ থাকে চরমে। আমি যদি আবার নির্বাচিত হতে পারি উল্লেখিত সকল সমস্যার সমাধান করা হবে। আমি সংসদ সদস্য থাকা কালিন অনেক যায়গায় হাট বাজার, খেঁয়াঘাট ইজারা মুক্ত ছিল। কিন্তু কেন ? শুধু আপনাদের সুবিধার্থে। আবারও তেমনটিই হবে যদি আপনারা চান। গত ৫টি বছর আপনারা চরম অবহেলিত ছিলেন। গরীবের ভাগ্য নিয়ে হলি খেলা হয়েছে। কিন্তু আর না, আপনাদের অসহায়াত্ব দেখে আর থাকতে পারিনি তাই আবার আপনাদের মাঝে ফিরে এসেছি।

অপরদিকে লাঙ্গল প্রতীকের পক্ষে বাবুগঞ্জের জাহাঙ্গীরনগর, কেদারপুর ও মাধবপাশাসহ বেশ কয়েকটি স্থানে বাবুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি মকিতুর রহমান কিসলুর নেতৃত্বে উঠান বৈঠক ও গণসংযোগ করেছেন দলীয় নেতা কর্মীরা।
বাবুগঞ্জে বঙ্গবন্ধুর ৪৩ তম শাহাদাত বার্ষিকী পালিত
সাবেক সচিব সিরাজ উদদীন আহমেদ’র বাবুগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা
আগামীকাল তালতলী যাচ্ছেন প্রধানমন্ত্রী
জাতীয় পার্টিতে ৫ শতাধীক নেতাকর্মীর যোগদান
মুসলিম মা ও বোনেদের প্রকাশ্য রাস্তায় গণধর্ষণ করা উচিত বললেন বিজেপি নেত্রী
বাবুগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
সাঁকো থেকে পড়ে সহপাঠীর মৃত্যু ! চরফ্যাসনে ব্রীজ নির্মাণের দাবীতে মনববন্ধন শিশু শিক্ষার্থীদের
চরফ্যাসনে শিক্ষক পরিবারকে জমি থেকে উচ্ছেদের চেষ্টার অভিযোগ
এবার বিভিন্ন শ্রেণীর পরিবহন শ্রমিকদের খাদ্য সহায়তা দিলেন এমপি জ্যাকব
ভারপ্রাপ্ত অধ্যক্ষ শরিফুল আলম সোয়েবকে ৯৬ ব্যাচের বন্ধু মহলের ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময়