“টেকসই উন্নয়ন, স্বাস্থ্য সম্মত স্যানিটেশন, হাত ধোব নিয়মিত, থাকব সবাই স্বাস্থ্য সম্মত” এ শ্লোগানকে সামনে রেখে আমতলী উপজেলা প্রশাসন ও জন প্রকৌশলী অধিদপ্তরের উদ্যোগে হাত ধোয়া দিবস বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মঙ্গলবার পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যছিল বর্নাঢ্য র্যালী, হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা। বে-সরকারী সংস্থা ব্র্যাকের সহযোগীতায় এ দিবস পালন করা হয়।
সকাল ১০ টায় আমতলী উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে হাত ধোয়া প্রদর্শনী শেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউএনও মোঃ সরোয়ার হোসেন। বক্তব্য রাখেন ওসি মোঃ আলাউদ্দিন মিলন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ মাকসুদা আক্তার জোসনা, ইউপি আলহাজ এ্যাড. নুরুল ইসলাম, আখতারুজ্জামান বাদল খান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ ইশা, জনস্বাস্থ্য প্রকৌশলী খায়রুল ইসলাম ,যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সৈয়দ ফারুক হোসেন, ব্র্যাক ম্যানেজার আনোয়ার হোসেন ও জাহাঙ্গির হোসেন।
হায়াতুজ্জামান মিরাজ
প্রতিনিধি আমতলী,