নৌকা বাইচ দেখতে হারতার বাজারে লাখো জনতার ঢল
বরিশালের উজিরপুর উপজেলার হারতায় ১৫৯ বছরের ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা
বরিশালের হারতায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে সন্ধায় নদীর দুই তীরে লাখো মানুষের ঢল

বরিশালের উজিরপুর উপজেলার হারতায় ১৫৯ বছরের ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উজরপুর হারতায় নৌকা বাইচ প্রতিযোগীতাকে ঘিরে সন্ধায় নদীর দুই তীরে নেমেছিলো লাখো মানুষের ঢল।

অণ্যান্য বছরের ন্যায় এবছরও নৌকা বাইচ উপলক্ষে সন্ধ্যা নদীর শাখা কঁচা নদের দুই তীরে অন্যান্য বছরের ন্যায় এবারও মেলার আয়োজন করেন মেলা কর্তৃপক্ষ। লক্ষ্মীপূজার দিন লক্ষ্মী দসরা উপলক্ষে হিন্দু অধ্যুষিত হারতাবাসীর আয়োজনে বুধবার বিকাল চারটায় নৌকা বাইচ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করেন।


নৌকা বাইচ প্রতিযোগিতায় এবার ফরিদপুর, মাদারীপুর, টেকেরহাট, গোপালগঞ্জ, রাজবাড়ীসহ বিভিন্ন অঞ্চল থেকে আগত ১৮টি দল এতে অংশ নেন। তবে ব্যতিক্রমী হিসেবে এবছর একমাত্র নারী দল হিসেবে কিরন মিতার দল অংশ নিয়েছেন।

নদীর প্রশস্ততা ও জনসমাগমের কথা বিবেচনাকরে তিন ভাগে শুরু য় এ নৌকা বাইচ।


অনুষ্ঠানে প্রথম স্থান অধিকার করেন মাদারীপুরজেলার রাজৈর উপজেলার সুকুমার গাইনের দল, ২য় হয়েছেন গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ার হরি দাসের দল এবং ৩য় হয়েছে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ার লক্ষনডার লজারেস গাইনের দল।
নৌকা বাইচ কমিটির সভাপতি হারতা ইউপি চেয়ারম্যান হরেন রায়ের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস।

বিশেষ অতিধি ছিলেন সাবেক সংসদ সদস্য সৈয়দ মনিরুল ইসরাম, গৌরনদী পৌর মেয়র হারিচুর রহমান হারিচ,গেীরনদী সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আকরাম হোসাইন, উজিরপুর পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, উজিপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ জামাল হোসেন, সাধারন সম্পাদক আঃ মজিদ সিকদারসহ অন্যরা।

আরিফুর রহমান,বরিশালঃ


প্রেমের কারণে গলা কেটে হত্যা
চরফ্যাসন হাসপাতাল চত্তরে ভ্রাম্যমান আদালতের অভিযান ৩ দালাল দন্ডিত
‘লাল সবুজের স্বর্গ’ বরিশালের সাতলা
আরো কিছুদিন যাবত শীতের তীব্রতা থাকবে।
ভোলার বোরহানউদ্দিন কুতুবা ইউপি'র অস্থায়ী কার্যালয়ে অগ্নিসংযোগ, পুড়ে গেছে গুরুত্বপূর্ণ নথি পত্র
সামান্য বৃষ্টিতেই শৈলকুপায় স্কুল মাঠে দীর্ঘদিন জমে থাকে হাটুপানি
চরফ্যাসনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
আমতলীতে ভাই কর্তৃক শিশু ধর্ষনের ৫ দিন পরে থানায় মামলা দায়ের ধর্ষক গ্রেফতার
ক্রীড়াই যুব সমাজকে মেধা মননে বিকাশিত করে-এমপি জ্যাকব
চরফ্যাসনে বেতুয়াঘাটে যাত্রীদের মারধর করে সর্বস্ব ছিনতাই,আটক-১