
ভোলার চরফ্যাসনে আলাউদ্দিন(৪০)নামের এক রিক্সা চালকের রহস্যজন মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে পৌরসভার ৭নং ওয়ার্ডের সাহজী বাড়ির সামনে রাস্তার ওপরে তার মৃত্যু হয়। তবে প্রাথমিক ভাবে তার মৃত্যুর কারন জানাযায়নি। নিহত আলাউদ্দিন আবু বক্কর পুর ৫ নং ওয়ার্ডে মৃত মোস্তফা বাঘার ছেলে। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রিক্সা চালক আলাউদ্দিন বৃহস্পতিবার বিকেল ৩ টার সময় চরফ্যাসন পৌরসভা ৭ নং ওয়ার্ড সাহজী বাড়ি পাকা রাস্তার উপরে পড়ে থাকতে দেখে স্থানীয় পথচারীরা তাকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান।
চরফ্যাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন মিয়া জানান, রিক্সা চালকের মৃত্যুর খবর শুনেছি। তবে হৃদযন্ত্রক্রীড়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে। নিহতের লাশ হাসপাতালে থেকে তার পরিবার নিয়ে গেছে বলে শুনেছি।