
ভোলার চরফ্যাসনের দক্ষিণ আইচা থানার দক্ষিণ চর মানিকা গ্রামে আকলিমা (১৪) নামের এক কিশোরীর মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃস্পতিবার দুপুরে নিজ বাড়িতে এঘটনা ঘটে। স্বজনরা তাকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কি কারণে আত্মহত্যা করেছেন তার কারন জানা যায়নি।
নিহত কিশোরী আকলিমা ওই ইউনিয়নের দক্ষিণ মানিকা গ্রামের আলাউদ্দিনের মেয়ে।
পুলিশ জানায়, ওই কিশোরী কোন এক যুবকের সাথে তার প্রেম প্রনয় চলছিলো। এনিয়ে তার পরিবারের সদস্যরা তাকে প্রায় সময় বাধা দিতেন। বৃহস্পতিবার দুপুরে কিশোরী আকলিমা প্রেমিকের মোবাইল ফোনে কথা বলছিলেন এসময় তার মা তাকে গাল মন্দ করেন। অভিমানী ওই কিশোরী মায়ের সাথে অভিমান করে পরিবারে সদস্যদের অগোচরে ঘরে থাকা কিটনাশক খেয়ে পেলেন। তার মা বিষয়টি টের পেয়ে স্বজনদের সহযোগিতায় তাকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান।
দক্ষিণ আইচা থানা অফিসার ইনচার্জ (ওসি) শাখাওয়াত হোসেন জানান, কিশোরীর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা মর্গে পাঠানো হয়েছে।