চরফ্যাসনের কারামাতিয়া কামিল মাদ্রাসায় নতুন অধ্যক্ষের যোগদান
নতুন অধ্যক্ষ যোগদান পত্র প্রদান কনে


চরফ্যাসনের একমাত্র আরবী বিদ্যাপিঠ কারামাতিয়া কামিল মাদ্রাসায় অধ্যক্ষ পদে যোগদান করেছেন মাওলানা মুঃ নুরুল আমিন। আজ রবিবার মাদ্রাসার গভনিং বডির সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব,শিক্ষা ও আইসিটি) মো.মামুন আল ফারুক’র হাতে যোগদান পত্র প্রদান পূর্বক তিনি ওই মাদ্রাসায় অধ্যক্ষ পদে যোগদান করেন। নুরুল আমিন ইতিপূর্বে অত্র মাদ্রাসায় সহকারি অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
জানাযায়,মাওলানা মু.নুরুল আমিন ১৯৯৮সনে কারামাতিয়া কামিল মাদ্রাসায় প্রভাষক হিসেবে যোগদান করেন। ২০১০সনে সহকারি অধ্যাপক হিসেবে পদন্নতি পেয়ে কর্মরত ছিলেন। তিনি সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত থাকাকালীন সময়ে গত ১মার্চ ওই মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আশ্রাফ আলীর অবসর জনিত কারণে পদটি শুন্য হলে মাওলানা মো. নুরুজ্জামান ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। অধ্যক্ষ পদটি শুন্য থাকায় সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব’র একান্ত প্রচেষ্টায় গত ১৩ নভেম্বর গভনিং বডির সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত সাক্ষাৎকার বোর্ডের সিদ্ধান্তে গত বৃহস্পতিবার অধ্যক্ষের নিয়োগ পান মাওলানা মুঃ নুরুল আমিন। মু. নুরুল আমিন শিক্ষকতার পাশাপাশি সাংবাদিকতায় নিজকে নিয়োজিত রেখেছেন।
মাওলানা মু. নুরুল আমিন বলেন, ওই মাদ্রাসার অধ্যক্ষ পদটি শুন্য হলে স্থানীয় সংসদ সদস্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি’র একান্ত প্রচেষ্টায় গভনিং বডির সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত সাক্ষাৎকার বোর্ডের সিদ্ধান্তে অধ্যক্ষ পদে নিয়োগ পেয়েছেন। তার ওপর অর্পিত প্রতিষ্ঠানের  দ্বায়িত্ব তিনি নিষ্ঠার সাথে পালন করবেন এই  আশবাদ ব্যক্ত করেন তিনি।

আমতলীতে ডিআইজির পুজা মন্ডপ পরিদর্শন
ভারতীয় কুখ্যাত মাদক ও চোরাকারবারী বিজিবির হাতে আটক
আগামী কাল চরফ্যাসন আসছেন স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী
করোনাঃ চরফ্যাসনে কর্মহীন মানুষের পাশে তরুন ব্যবসায়ী মনজু বাতান
চরফ্যাসনে আওয়ামীলীগ নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা দায়ের
চরফ্যাসনে মিরাজ হত্যার মামলার আসামী গ্রেফতারের দাবীতে মুক্তিযোদ্ধাদের মানবন্ধন
চরফ্যাসনে ধর্ষণচেষ্টা মামলার বাদীনিকে জব্দ করতে হত্যা চেষ্টার মামলা
চরফ্যাসনে পাওনা টাকা চাওয়ায় দিনমুজুরকে মারধর, বসত ঘরে হামলা
চরফ্যাসনের শশীভূষণে কুমারী মা যখন নবজাতকের খুনি
চরফ্যাসন উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা