-6182b498cad7e.webp)
চরফ্যাসনের চরকলমী ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত গ্রাম পুলিশ রমিজ উদ্দিন খাঁনকে জুয়ার আসর থেকে আটক করেছে শশীভূষণ থানা পুলিশ। মঙ্গলবার রাতে কলমী ইউনিয়নের চরমায়া গ্রাম থেকে আটকের পর বুধবার ভ্রাম্যমান আদালতে হাজির করলে ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিট্রেটও সহকারী কমিশনার(ভুমি) আবু আবদুল্লাহ খান তাকে দুই হাজার টাকা অর্থ দন্ডে দন্ডিত করেন। গ্রাম পুলিশ রমিজ উদ্দিন খাঁন কলমী ইউনিয়নের নাংলাপাতা গ্রামের রুহুল আমিন মৃধার ছেলে।
শশীভূষণ থানার এসআই দিপংকর জানান, গোপন সংবাদের ভিত্তিতে জুয়া খেলার খবরে রাতে অভিযান চালিয়ে রমিজ চৌকিদারকে আটক করা হয়। বুধবার তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করলে নির্বাহী ম্যাজিট্রেট ও সহকারী কমিশনার(ভুমি) আবু আবদুল্লাহ খান তাকে দুই হাজার টাকা অর্থ দন্ডে দন্ডিত করেন।
সহকারী কমিশনার(ভুমি) আবু আবদুল্লাহ খান জানান, জুয়া খেলার অপরাধে তাকে দুই হাজার টাকা অর্থ দন্ডে দন্ডিত করা হয়েছে।
আপনার মতামত লিখুন