চরফ্যাসনে পরকীয়া প্রেমিককে গণধোলাই শেষে পুলিশে দিলেন এলাকাবাসী
আটককৃত নুরনবী মিন্টিজ


চরফ্যাসনের হাজারীগঞ্জ  ইউনিয়নে পরকীয়া প্রেমিকার সাথে  রাত্রি যাপন করতে গিয়ে জনতার হাতে আটক হন নুরনবী মিন্টিজ নামের এক যুবক। স্থানীয়রা  গণধোলাই শেষে তাকে আটকে রাখেন। খবর পেয়ে বুধবার ভোরে শশীভূষণ থানা পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যান।  বুধবার গণধোলাইয়ের শিকার আহত নুরনবীকে পুলিশ হেফাজতে চরফ্যাসন হাসপাতালে প্রথিমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে শশীভূষণ থানার উপ- পরিদর্শক দীপংকর জানিয়েছেন। মঙ্গলবার রাতে হাজারীগঞ্জ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের পরিষদ সংলগ্ন আলী হোসেন মাঝি বাড়িতে এঘটনা ঘটে। নুরনবী মাদ্রাজ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সোহেলের ছেলে।
স্থানীয় সুত্রে জানাযায়, ওই নারীর স্বামী পেশায় একজন শ্রমিক। তিনি চাঁদপুরে কর্মস্থলে থাকেন। স্বামী  বাড়িতে না থাকার সুযোগে যুবক নুরনবী তার স্ত্রীর সাথে পরকিয়ায় জড়িয়ে পড়েন। প্রায় রাতেই একান্ত রাত কাটাতে পরকীয়া প্রেমিকার বাড়িতে যেতেন  যুবক নুরনবী মিন্টিজ। প্রতি রাতের মতো মঙ্গলবার ঘটনার রাতেও তিনি ওই বাড়িতে যান এবং পরকীয়া প্রেমিকার সাথে রাত্রী যাপন করেন। স্থানীয়রা বিষয়টি টের পেলে প্রেমিক নুরনবী পালানোর চেষ্টা করেন। ওই সময় স্থানীয় চকিদার ইয়াছিনসহ এলাকাবাসী তাকে আটক করে গণধোলাই দেন। পরে শশীভূষণ থানা পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যান।
নুরনবীর স্ত্রী জানান, তাদের ৪ বছর আগে প্রেম সম্পর্ক করে তাদের বিয়ে হয়।  তাদের ঘরে ২ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। বর্তমানে তিনি ৩ মাসে অন্তঃস্বত্তা। তার বিয়ের পর থেকেই স্বামী নুরনবী দুই সন্তানের জননী ওই নারীর সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েন। বিষয়টি তিনি জানতে পেরে স্বামীকে ফেরানোর চেষ্টা করেন।  এনিয়ে তাদের মধ্যে প্রায় ঝগড়া বিবাধ হত। এবং একাধিক বার শালিশ হয়েছে।
পুলিশ হেফাজতে থাকা নুরনবী জানান, ওই নারীর সাথে আমার বিয়ের পূর্ব থেকেই প্রেমের সম্পর্ক ছিলো। কিন্তু আমার প্রেমিকাকে তার পরিবার অন্যত্র বিয়ে দিয়ে দেন। পরবর্তীতে তিনি ও বিয়ে করে ফেলেন। কিন্তু তাদের দুজনের পূর্বের সম্পর্ক রয়ে যায়। পূর্বের সম্পর্কের জের ধরেই আমারা দুজন দেখা করতাম। এবং সুযোগ বুঝে একান্ত ভাবে মিলিত হতেন। ঘটনার রাতে প্রেমিকার সাথে দেখা করতে গেলে স্থানীয়রা আমাকে আটক করে পুলিশে দেয়।
শশীভূষণ থানার ওসি মো. মিজানুর রহমান পাটোয়ারী জানান, আটককৃত যুবক নুরনবী পুলিশ হেফাজতে রয়েছে। এখনও কোন সিদ্ধান্ত হয়নি। পরবর্তীতে আইনি ব্যবস্থা নেয়া হবে।

বরিশাল-৩ অাসনের মনোনয়ন ফরম কিনছেন মিজানুর রহমান
৪৮ ঘন্টা পরে প্রার্থীতা ফিরে পেয়েছেন আওয়ামীলীগ প্রার্থী রেজবী
সন্ধা, সুগন্ধা ও আড়িয়াল খাঁ’র অব্যাহত ভাঙ্গনে দিশেহারা তীরবর্তী পরিবারগুলো
এক সপ্তাহের ব্যবধানে আমতলীতে বেড়েই চলেছে নিত্য পণ্যের দাম
চরফ্যাসনে বিয়ের প্রলোভনে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী ধর্ষিত
চরফ্যাসনে জমি বিরোধ নিয়ে সংঘর্ষ প্রতিপক্ষের হামলায় আহত-৩
চরফ্যাসনে দাবীকৃত চাঁদা না পেয়ে ঘর নির্মাণে বাঁধা দেয়ার অভিযোগ
চরফ্যাসনের শশীভূষণে চাঁদার দাবীতে কৃষককে মারধরের অভিযোগ
চরফ্যাসন পৌরসভা নির্বাচনে দুই মেয়র প্রার্থীসহ ৯ প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল
চরফ্যাসনের আলোচিত প্রতারক দিপুর ৩ দিনের রিমান্ড