চরফ্যাসনে নদীতে পরে জেলে ট্রলারের মাঝি  নিখোঁজ
প্রতীক ছবি


চরফ্যাসনের ঢালচরের সাগর মোহনায় জাল ফেলার  সময় মাছ ধরা  ট্রলার থেকে ছিটকে পরে জামাল উদ্দিন(৩৫) নামের এক জেলে ট্রলারের মাঝি নিখোঁজ হয়েছে। বুধবার ঢালচরের তারুয়া দ্বীপ এলাকার সাগর মোহনায় এঘটনা ঘটে। ট্রলারে থাকা অপর জেলেরা তাকে উদ্ধারের চেষ্টা করলেও প্রবল ঢেউ ও  খরস্রোতের কারনে তাকে উদ্ধারে ব্যর্থ হন। স্রোতের টানে তিনি পানিতে তলিয়ে গেছেন বলে ওই ট্রলারে থাকা জেলেরা জানিয়েছেন। নিখোঁজ জেলে জামাল মাঝি ঢালচর ইউনিয়নের মৃতঃ মালেক মাঝির ছেলে।
জানাযায়, কয়েকদিন আগে জামাল মাঝি ১২ জন মাল্লা নিয়ে সাগরে ইলিশ শিকারে যান। সাগরে প্রচন্ড ঢেউয়ের তোরে তিনি ট্রলার থেকে ছিকটে নদীতে পরে যান। এসময়ে ওই ট্রলারে থাকা  অপর জেলেরা তাকে উদ্ধারে চেষ্টা করলেও প্রবল ¯্রােতের কারনে ব্যর্থ হয়। মুহুর্তের মধ্যেই তিনি পানিতে তলিয়ে যান। পুলিশ ও কোষ্টগার্ডের যৌথ উদ্দ্যোগে নিখোঁজ জেলে জামাল মাঝিকে উদ্ধার চেষ্টা অব্যহত রেখেছেন বলে জানাগেছে।
চরমানিকা কোষ্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার অলিউল্লাহ জানান, খবর পেয়ে পুলিশ ও কোষ্টগার্ডের টহল টিম নিখোঁজ জেলেকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সন্ধ্যা পর্যন্ত তার কোন সন্ধান মেলেনি।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার জানান, দূর্ঘটনার পরপরই ওই জেলে ট্রলারের মাঝিকে উদ্ধার চেষ্টা অব্যহত রয়েছে। প্রবল স্রোতের কারনে তার কোন হদিস পাওয়া যায়নি।
ঢালচর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো.নুরুল ইসলাম জানান, নিখোঁজ জেলে জামাল ওই ট্রলারের মাঝি ছিলেন। খরস্রোতের কারনে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

বাবুগঞ্জে গাঁজা সহ ৩ মাদক বিক্রেতা গ্রেফতার
চরফ্যাসনে পরিবারের সদস্যদের অচেতন করে দূধর্ষ চুরি
জনসেবা করতে জনপ্রতিনি হওয়ার প্রয়োজন নেই:আতিকুর রহমান
চরফ্যাসনে সড়ক কেড়ে নিল ইউপি সদস্যের প্রাণ
চরফ্যাসনে স্কুল ছাত্রী অপহরণ ও হত্যা মামলার মূল আসামি রাকিব গ্রেফতার
চরফ্যাসনের শশীভূষণে কুমারী মা যখন নবজাতকের খুনি
ক্রীড়াই যুব সমাজকে মেধা মননে বিকাশিত করে-এমপি জ্যাকব
আমতলী- ঢাকা নৌ রুটে সুন্দরবন-৭ লঞ্চের উদ্ধোধন
বাবুগঞ্জে স্বাস্থ্য সেবা সপ্তাহ পালিত
দেশের সব গ্রামে শহরের সুবিধা পৌছে গেছেঃ এমপি জ্যাকব