চরফ্যাসনে মেঘনায় ভাসমান যুবকের মরদেহের পরিচয় সনাক্ত
প্রতীক ছবি


চরফ্যাসনের বেতুয়া লঞ্চঘাট সংলগ্ন এলাকার মেঘনা নদীর তীর থেকে অজ্ঞাত পরিচয়ের দুই যুবকের ভাষমান মরদেহের একজনের পরিচয় সনাক্ত হয়েছে। শনিবার  ওই যুবকের সাথে থাকা ভোটার আইডি কার্ডের মধ্যমে তার পরিচয় সনাক্ত করা হয়। তবে মৃত্যু আসল কারন এখনও নিশ্চিত করা যায়নি বলে চর‌্যফ্যাসন থানার ওসি জানিয়েছেন।
নিহত যুবক সুজন(৩৫) ভোলা চরপাতা ইউনিয়নের বাগারহাট গ্রামের আবু কালামের ছেলে।  
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় চরফ্যাসন থানা পুলিশ বেতুয়ার লঞ্চঘাট এলাকার প্রশান্তি পার্ক সংলগ্ন মেঘনা নদীতীর থেকে ভাসমান দুই যুবকের মরদেহ উদ্ধার হলেও প্রথমে তাদের দুজনের পরিচয় সনাক্ত করা যায়নি। শনিবার ভোলা মর্গে ময়না তদন্ত  কালে একজনের মরদেহের সাথে থাকা ভোটার আইডি কর্ডের সুত্র ধরে একজনের পরিচয় সনাক্ত করা হয়। ওই যুবক ভোলা চরপাতা ইউনিয়নের বাগারহাট গ্রামের আবু কালামের ছেলে সুজন  বলে নিশ্চিত হয়েছে।
চরফ্যাসন থানার ওসি মো. মনির হোসেন মিয়া জানান, মেঘনার তীর থেকে ভাসমান মরদেহের সাথে থাকা ভোটার আইডি কার্ডের সুত্রধরে একজনের পরিচয় সনাক্ত করা হয়েছে। তকে মৃত্যুর কারন এখন ও জানাযায়নি। তার পরিবার থানায় আসলে মৃত্যৃর কারন জানাযাবে।

জাজিরার জয়নগরে জাতীয় শোক দিবস পালিত
‘লাল সবুজের স্বর্গ’ বরিশালের সাতলা
শেখ হাসিনার নেতৃত্ব বিশ্বে অনন্য -এনামুল হক শামীম
শরীয়তপুর-২ আসনে শামীমের পক্ষে মনোনয়ন সংগ্রহ করলেন নেতাকর্মীরা
আনসারুল্লাহ্ বাংলা টিমের দুই সদস্য র‌্যাবের হাতে গ্রেপ্তার
আমতলী উপজেলার সর্বত্র পরিস্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান
চরফ্যাসনে দুই পুলিশ উপ-পরির্দশকের করোনা সনাক্ত
চরফ্যাসনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ ছাত্রের মৃত্যু
চরফ্যাসনে স্ত্রীর দায়ের করা মামলায় ব্যাংক কর্মকর্তা কারাগারে
চরফ্যাসনে মাছ ধরা সামুদ্রিক ট্রলার আটক, জরিমানা