চরফ্যাসনে ১০জনের করোনা সনাক্ত, ২৫ পরিবারকে  লকডাউন ঘোষণা
প্রতীক ছবি


চরফ্যাসন পৌরসভার চারতলা একটি ভবন ও  উপজেলার জাহানপুর,চরমানিকা,হাজারীগঞ্জ, জিন্নাগড় ও আমিনাবাদ ইউনিয়নে ১০ জনের করোনা পজেটিভ হওয়ায় ১০ বাড়ি লকডাউন করা হয়েছে। শুক্রবার বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিট্রেট রিপন বিশ্বাস লাল পতাকা উড়িয়ে ১০টি  বাড়ির ২৫টি পরিবারকে লকডাউন ঘোষণা করেন।  
জানাযায়, পৌরসভার ১নং ওয়ার্ডে একটি ৪তলা ভবনের বসবাসরত এক ব্যক্তির এবং
উপজেলার জাহানপুর,চরমানিকা,হাজারীগঞ্জ, জিন্নাগড় ও আমিনাবাদে ইউনিয়নে ১০ জনের করোনা পজেটিভ সনাক্ত হয়। আইসিইডিডিআরের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে করোনা সংক্রমনে রোধে ওই ১০টি বাড়ির ২৫ পরিবারকে লকডাউন করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যান্ত এসব পরিবারের সদস্যদের হোমকোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।
চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শোভন বসাক জানান, করোনা উপসর্গ নিয়ে ১০ ব্যক্তি চরফ্যাসন সদর হাসপাতালে এলে তাদের নমুনা সংগ্রহ করা হয়। ওই ১০ ব্যক্তির রির্পোটে করোনা পজেটিভ আসে।
চরফ্যাসন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রিপন বিশ্বাস জানান, আইসিইডিডিআরের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ১০ জনের করোনা সনাক্ত হওয়ায় চরফ্যাসন  পৌরসভার একটি ৪ তলা ভবনসহ ৫টি  ইউনিয়নের ২৫টি বাড়ি লকডাউন করা হয়েছে।

বাবুগঞ্জে বঙ্গবন্ধুর ৪৩ তম শাহাদাত বার্ষিকী পালিত
চরফ্যাসনে নকল নবীশদের কলম বিরতি পালন
চরফ্যাসনে প্রবাসীর স্ত্রীকে মারধর
আগৈলঝাড়ায় সংবাদ কর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় পাশে দাড়ালেন মহিলা আওয়ামী লীগ নেত্রী
বাংলাদেশ অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন চরফ্যাসন উপজেলা কমিটি গঠন
চরফ্যাসনে মেঘনার কূলভেঙ্গে নদীতে পড়ে জেলে নিখোঁজ, উদ্ধারের চেষ্টা অব্যহত
চরকলমী ইউপি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান হতে চান ফজলুর রহমান
চরফ্যাসনে অন্যের সনদে সহকারী গ্রন্থগারিক পদে মাদ্রাসায় নিয়োগের অভিযোগ
ভোলার চরফ্যাসনে ইউএনও'র ওপর বিক্ষুদ্ধ ব্যবসায়ীদের হামলা, গাড়ি ভাংচুর
শিক্ষাখাতে সর্বোচ্চ বিনিয়োগ করেছে সরকার- এমপি জ্যাকব