চরফ্যাসনে  পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
প্রতীক ছবি


চরফ্যাসনের আসলামপুর ও আমিনাবাদ  ইউনিয়নে শাকিল(৮) ও জুনাইয়েদ(৫) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ও বুধবার সন্ধ্যায়  পৃথক দুই ইউনিয়নে এঘটনা ঘটে।নিহত শাকিল আসলামপুর ইউনিয়নে আয়েশবাগ গ্রামের  হানিফ মিয়াজীর ছেলে এবং জুনায়েদ আমিনবাদ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সজিব দালালের ছেলে।
আয়েশাবাগ গ্রামের স্থানীয়রা জানান, দুপুরে নিজ বসত বাড়ির উঠনে খেলা করছিলো শাকিল। শিশুর মা গৃহস্থলির কাজে ব্যস্ত ছিলেন। ওই পরিবারের সদস্যদের অজান্তে ঘরের পাশের  পুকুরের পরে যায়। উঠানে শিশু পুত্রকে না দেখে মা খুজতে শুরু করেন। পরে বাড়ির সদস্যরা পুকুর থেকে ভাষমান শিশুর লাশ  উদ্ধার করেন।
অপর দিকে  বুধবার সন্ধ্যায় আমিনাবাদ ইউনিয়নের ৬নং ওয়ার্ডে পরিবারের সদস্যরা গৃহস্থলির কাজে ব্যস্ত ছিলেন। শিশু জুনায়েদ ঘরের পাশে পুকুর পাড়ে খেলছিলেন। পরিবারে সদস্যদের অগোচরে শিশু জুনাইয়েদ পানিতে পরে ডুবে যায়। শিশুর মা শিশুকে খুঁজে না পেয়ে চিৎকার দিলে পরিবারের অপর সদস্যরা পুকুরের ঘাটে ভাষমানবস্থায় দেখতে পায়। পরে শিশুটিকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।  
চরফ্যাসন থানার ওসি মো. মনির হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহত দুই শিশুর মরদেহ পরিবারের কাছে দেয়া হয়েছে।

বাবুগঞ্জে মাসব্যাপী আওয়ামীলীগের শোক কর্মসূচি ঘোষনা
মায়ের গর্ভের সন্তান নষ্ট না করায় ছেলের মারধরে আহত আকলিমা
চরফ্যাসনে বি আর ডিবির ১২ঋণ গ্রহীতার বিরুদ্ধে হয়রানী মূলক মামলা
চরফ্যাসনে যুগান্তর পত্রিকার ২১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
চরফ্যাসনে করোনা আক্রান্ত সন্দেহে ৬ জনের নমুনা সংগ্রহ
চরফ্যাসনে মৎস্য সপ্তাহ উদ্বোধণ
চরফ্যাসনে পিকআপভ্যান খাদে পড়ে নিহত -১ আহত -২
চরফ্যাসন হাসপাতালে শিশু ধর্ষণের চেষ্টা, গ্রেফতার -২
সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম’র ২৮ তম মৃত্যু বার্ষিকী পালিত
চরফ্যাসনে খালে ভাসছে নবজাতক শিশুর মরদেহ